বন্ধুরা সাহায্য করছে না, এবারে গলবস্ত্র হয়ে ভিক্ষা চাইলেন ইউক্রেনের রাষ্ট্রপতি

0
61

বিশ্বদীপ ব্যানার্জি: বন্ধুরা কথা রাখেনি। গত ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর সময়ই ইউক্রেনের পাশের থাকার প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি। কিন্তু সম্প্রতি তারাই কিয়েভকে যুদ্ধবিমান দিতে অস্বীকার করছে। বিশেষ করে আমেরিকা ও জার্মানি ইউক্রেনকে অন্য সমস্ত সাহায্য করতে আগ্রহী। কিন্তু যুদ্ধবিমান কিছুতেই দেবে না তারা।

আরও পড়ুন: ভূমিকম্প তুরস্কে, কিন্তু সারা বিশ্বে কোথাও সুরক্ষিত নয় মানুষ

- Advertisement -

এ অবস্থায় বাধ্য হয়েই ভিক্ষা চাইতে হল ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে। এই মুহূর্তে তিনি ব্রিটেনে। যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবারের মত ব্রিটেনে গিয়েছেন তিনি। সেখানেই যুদ্ধবিমান ভিক্ষা চাইলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বুধবার তিনি যুদ্ধবিমানকে ‘মুক্তির ডানা’ বলে উল্লেখ করেন।

এই বক্তৃতায় তিনি আগাম ধন্যবাদ জ্ঞাপন করেছেন ব্রিটেনকে। কারণ, ইউক্রেনের রাষ্ট্রপ্রধান মনে করেন বাকিরা মুখ ফিরিয়ে নিলেও ব্রিটেন তাঁর চাহিদা পূরণ করবেই। এমনকি পরে সূত্র মারফত জানা যাচ্ছে, ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক নাকি প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতেও চেয়েছেন, ইউক্রেনকে দেওয়া যেতে পারে এমন কোনও যুদ্ধবিমান আদৌ আছে কিনা।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা যাচ্ছে। বুধবার তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে খবর।