পরমাণু অস্ত্র কী ব্যবহৃত হবে যুদ্ধে, নিজেদের পরিকল্পনা জানিয়ে দিল রাশিয়া

0
57

খাস খবর ডেস্ক: একমাস অতিক্রান্ত। তবু যুদ্ধ থামার নাম নেই। তাহলে কী পরিস্থিতি এবারে পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতার দিকে মোড় নিচ্ছে? অবশেষে এই প্রশ্নের জবাব এল ক্রেমলিনের তরফে। মুখপাত্র দিমিত্রি পেসকভ (Dmitry Peskov) জানিয়ে দিলেন, রাশিয়ার কেউই এ মুহূর্তে পরমাণু অস্ত্রের কথা চিন্তায় আনছে না।

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ইতিপূর্বে জানা গিয়েছিল, রুশ-ইউক্রেন যুদ্ধে যদি তৃতীয় কোনও পক্ষ জড়িয়ে পড়ে তাহলে পরমাণু অস্ত্রের শরণাপন্ন হতে পারে রাশিয়া। পেসকভ (Dmitry Peskov) নিজে সে সম্ভাবনা উড়িয়ে দেননি। কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে সে কথা উড়িয়ে দিয়েছেন তিনি। যদিও পাশাপাশি এ-ও জানান, “যদি কোনও বাহ্যিক হস্তক্ষেপ এই যুদ্ধে ঘটে তাহলে তা প্রতিহত করতে সবকিছু করতে আমরা রাজি। আর হস্তক্ষেপকারীকে চরম মূল্য দিতে হবে।”

Dmitry Peskov

তবু পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা আপাতত চিন্তাতেও আনছে না রাশিয়ার নেতৃবর্গ। পেসকভ (Dmitry Peskov) বলেন, “অন্ততঃ রাশিয়ার কেউই পরমাণু অস্ত্র প্রয়োগের কথা চিন্তা করছে না। এমনকি ধারণার মধ্যে-ই আনছেন না কেউ।” আরও বলেন, “তবে ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সম্পর্কে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা নিন্দনীয়। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দুনিয়া অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।”

আরও পড়ুন: আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশেষ উদ্যোগ তুরস্কের, যুদ্ধ এবার বন্ধ হবেই

কিন্তু এই যুদ্ধেও এতটুকু বিচলিত নয় রাশিয়া। তা-ও বলেন পেসকভ (Dmitry Peskov)। “বর্তমানের কঠিন পরিস্থিতিতে আমরা নিজেদের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। কিন্তু একইসঙ্গে এটাও মাথায় রাখতে হবে, এই ধরণের পরিস্থিতি সৃষ্টি করা একটি অবন্ধুসুলভ আচরণ।” জানান ক্রেমলিনের মুখপাত্র।