উচ্চ মাধ্যমিকে টুকলি রুখতে কড়া পদক্ষেপ শিক্ষা সংসদের

0
64
HS Exam

কলকাতা: করোনার দাপট কমতেই দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরজা যেমন ছাত্রছাত্রীদের জন্য খুলছে তেমনি বিভিন্ন রাজ্যেই ছাত্রছাত্রীদের বিভিন্ন বোর্ড পরীক্ষা গুলোও শুরু হয়েছে। সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ এপ্রিল থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ এপ্রিল। জোরকদমে পরীক্ষার তোড়জোড় শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিকে শিক্ষা সংসদ। অন্যদিকে, মোবাইল নিয়ে যাতে কেউ পরীক্ষাকেন্দ্রের মধ্যে টুকলি করতে না পারে, তার জন্য কড়া পদক্ষেপ করেছে সংসদ।

আরও পড়ুনঃ Bogtui: হয়ত কেউ মরতও না, বগটুই কাণ্ডে অনুব্রতকেই কাঠগড়ায় দাঁড় করালেন নাজিমার স্বামী

- Advertisement -

এই প্রথম বার কোভিড বিধি মেনে হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। যেহেতু নিজেদের স্কুলেই পরীক্ষা হচ্ছে, সেজন্য কেউ যাতে পরীক্ষা ব্যবস্থাপনার উপর কোনওভাবে অভিযোগের আঙুল তুলতে না পারে, সেজন্য সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ এই কারণে পিছিয়ে গেল ঠাকুরনগরে মোদীর ভার্চুয়াল ভাষণের সময়সূচি

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও পরীক্ষায় বৈদ্যুতিন সরঞ্জামের দুর্ব্যবহার রুখতে মোবাইল পোস্টার তৈরি করা হয়েছে। সেটি পরীক্ষা কেন্দ্রের মূল দরজায় সাঁটিয়ে দিতে হবে। পরিচয়পত্র ছাড়া কেউ পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না।এছাড়াও, অ্যাডমিট কার্ড বিতরণের সময়, পরিক্ষার্থীদের সতর্ক করে দিতে হবে, যাতে কেউ কোনও অসৎ উপায় অবলম্বন না করে বা মোবাইল সঙ্গে না আনে।’

তিনি আরও বলেছেন, পরীক্ষার প্রথমার্ধ সকাল ১০ থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত কেউ পরীক্ষাকেন্দ্র থেকে বেরোতে পারবে না। এমনকি শৌচালয়ও যাওয়া যাবে না। এই মর্মে স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে। পাশপাশি তিনি জানিযেছেন, শুধু মোবাইলই নয়, স্মার্ট ওয়াচ, ব্লুতুথ, বৈদ্যুতিন ক্যালকুলেটর বা ইন্টারনেট সংযোগ আছে এমন যে কোনও সরঞ্জাম নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে এমন কিছু ধরা পরে, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেবে সংসদ।’