আরও এক অভিযোগ, লকডাউন ভেঙ্গে জন্মদিন উদযাপনও করেছিলেন বরিস জনসন

0
37

খাস খবর ডেস্ক: রক্ষক-ই ভক্ষক। লকডাউনে’র বিধি ভেঙ্গে কেবল মদ্যপানের পার্টিই নয়। ২০২০ সালের জুন মাসে নিজের জন্মদিনের পার্টিও করেছিলেন বরিস জনসন। যে সময় কঠোর লকডাউন চলছে ব্রিটেনে। সম্প্রতি এমনই অভিযোগ সামনে আসছে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ঘিরে।

আরও পড়ুন: আবুধাবিকে লক্ষ্য করে ফের দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল হুথি বিদ্রোহীরা

- Advertisement -

তখনও ক্যারি সাইমন্ডসের সঙ্গে জনসনে’র বিয়ে হয়নি। ক্যারিই হবু স্বামীর ৫৬ তম জন্মদিনের পার্টি আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন ৩০ জন আমন্ত্রিত। প্রায় আধঘণ্টা ধরে পার্টি চলে। কেক কাটা হয়, সেইসঙ্গে জন্মদিনের গান। এদিকে ব্রিটেনের নিয়ম অনুযায়ী এ ধরণের জমায়েত ঘোরতর নিষিদ্ধ।

যদিও প্রধানমন্ত্রীর অফিস এই পার্টির অভিযোগ একেবারেই পাত্তা দিতে নারাজ। ডাউনিং স্ট্রিটের দাবি, একটি বৈঠকের পর মাত্র ১০ মিনিটের জন্য কর্মীরা সমবেত হয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সন্ধ্যায় আরেকটি পার্টির অভিযোগ তারা নস্যাৎ করে দিচ্ছে।

আরও পড়ুন: আরও এক সংঘর্ষ আসন্নপ্রায়, তাইওয়ানের আকাশে টহল দিচ্ছে চিনের যুদ্ধবিমান

তবে ডাউনিং স্ট্রিটের অফিস যাই বলুক। জন্মদিনের পার্টির অভিযোগে রীতিমত অস্বস্তিতে প্রধানমন্ত্রী জনসন। ঠিক যখন তাঁর গদি টলমল। তখনই পার্টি নিয়ে আরও একটি অভিযোগ তার বিরুদ্ধে করা হল।