দিঘা: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আজ থেকে দিঘা-কান্ডারি এক্সপ্রেস আইসিবি বগির পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ লাগান হল৷ যা পর্যটকদের অনেকটাই স্বাচ্ছন্দ দেবে বলে মনে করা হচ্ছে৷ এর ফলে দুর্ঘটনার পরও অক্ষত থাকবে ইঞ্জিন, কমবে প্রাণহানির ঘটনা৷
রেল সূত্রের খবর, আগে এই দিঘা তাম্রলিপ্তের এক্সপ্রেসে ১৭টি কোচ লাগানো ছিল৷ এবারে ১৮টি লাগানো হল৷ প্রত্যেকটি বগিতে ১০০টি করে সিট ক্যাপাসিটি ছিল৷ এবার থেকে প্রত্যেক বগিতে ৮০টি করে করে সিট লাগানো হয়েছে৷ যেখানে পর্যটকরা অনেকটা স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবেন এবং সেইসঙ্গে মালপত্র রাখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে৷
এই বগিগুলো দেখতে লাল রঙের৷ যেটাকে বলা হয়েছে এলএইচবি বগি৷ সেইসঙ্গে যাত্রীরা বলছেন, অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন, কিন্তু সিটের উচ্চতা কম হওয়ায় তা পা ছড়িয়ে বসতে কিছুটা সমস্যা হচ্ছে৷ তবে আরেকটি জিনিস পর্যটকরা জানিয়েছেন, আগে এই বগিগুলিতে স্ক্রু কাপলিং লাগানো ছিল৷ এখন এই বগিগুলিতে সিবিসি স্ক্রু লাগানো হয়েছে৷ এটির ফলে আগে ট্রেন দুর্ঘটনা ঘটলে বগিগুলো একটির ওপর একটি বগি চেপে যেত৷ বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটত৷
কিন্তু এই স্প্রিং লাগানোর ফলে বগিগুলো দুর্ঘটনায় পড়লে একটা পর একটা পাশে দাঁড়িয়ে যাবে, একটা বগি আরেকটা বগির ঘাড়ে চাপবে না৷ যার ফলে দুর্ঘটনাটা অনেকটাই কমবে৷ সেই সঙ্গে ট্রেনগুলোতে স্যানিটাইজার ব্যবস্থা ভাল করে করা হচ্ছে৷ সেইসঙ্গে বাথরুম জলের টেপ খুব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে৷
তবে যাত্রীদের দাবি, এই পরিষেবা যদি চালু রাখা যায়, তাহলে যাত্রীরা অনেকটাই স্বাচ্ছন্দ মনে করবেন এবং পর্যটকদের সংখ্যা বাড়বে বলে যাত্রীরা জানিয়েছেন৷ তবে পরবর্তীকালে সমস্ত ট্রেনগুলিতে এই ধরনের বগি লাগানো হবে বলে রেল দফতর সূত্রে জানানো হয়েছে৷
আরও পড়ুন: বিজেপি নেতার মুখে মমতার প্রশংসা, সাফল্য বোঝাতে টানলেন মেসির প্রসঙ্গ