খাস খবর ডেস্ক: ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে এক নতুন দাবি করল সংযুক্ত আরব আমিরশাহী। হুথি বিদ্রোহীদের তরফে আবুধাবিকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। সোমবার ভোরে তা প্রতিহত করা হয়েছে।
আরও পড়ুন: আরও এক সংঘর্ষ আসন্নপ্রায়, তাইওয়ানের আকাশে টহল দিচ্ছে চিনের যুদ্ধবিমান
অর্থাৎ আবুধাবিকে লক্ষ্য করে এক সপ্তাহের মধ্যে দু’বার হামলা। স্বাভাবিকভাবেই পারস্য উপসাগরে উত্তেজনা আরও খানিকটা বৃদ্ধি পাচ্ছে। এখন যে খোদ আরব আমিরশাহীর রাজনীতিকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। একদিকে ইয়েমেনে যুদ্ধ। অন্যদিকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নবীকরণ নিয়ে অনিশ্চয়তা। ঠিক এমনই সময়ে হুথিদের টানা এ হেন হামলা।
সূত্রের খবর, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার সময়েই আবুধাবির আল-ধাপরা বিমানঘাঁটিতে উপস্থিত মার্কিন ফৌজ নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল দিয়ে পাল্টা হামলা চালায়। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীর হয়েছে, যাকে বলে, শিরে সংক্রান্তি।
আরও পড়ুন: ইউক্রেন প্রসঙ্গে রাশিয়াকে চাপ দিতে সাড়ে ৮ হাজার মার্কিন সেনাকে তৈরী থাকার নির্দেশ
চারপাশে এতসব বিপজ্জনক প্রতিবেশী। তাদের মাঝেও নিজেকে একটি নিরাপদ আশ্রয় হিসেবে তুলে ধরতে সক্ষম হয় দেশটি। বর্তমানের ঘটনাগুলি সে সুনাম বিপন্নের পথে।