দেশ বিদেশের ১০৮ দাবাড়ুকে নিয়ে সাড়ম্বরে শুরু CHESS FOR EVERYONE

রাজাকে কোণঠাসা করে কিস্তিমাৎ করতে চলছে ধুন্ধুমার লড়াই।

0
33

বিক্রম কর্মকার, আগরতলা: ফিডে(FIDE) রেটেড দাবা (CHESS)প্রতিযোগিতা শুরু হয়েছে ত্রিপুরার আগরতলায়। দেশ বিদেশের ১০৮ জন দাবাড়ুকে নিয়ে যা চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। All India Chess Federation এর সহযোগিতায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতাটির উদ্যোক্তা All Tripura Chess Association।

আগরতলার NSRCC CHESS HALL এখন ব্যস্ত রাজাকে(King) কোণঠাসা করার লড়াইতে। দাবা বোর্ডের ৬৪ টি সাদা-কালো ঘরে KING, QUEEN, ROOK(নৌকা) KNIGHT(ঘোড়া), BISHOP(গজ) এবং PAWN (বোড়ে-পেয়াদা) নিয়ে চলছে কিস্তিমাৎ করার ধুন্ধুমার লড়াই।
৫৪ টি টেবিলে মুখোমুখি বসা প্রতিযোগীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই স্কুল স্তরের খুদে দাবাড়ু। যারা আন্তর্জাতিক দাবা(CHESS) প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়িয়ে নিতে চায় নিজেদের এলো রেটিং( Elo rating)। টুর্নামেন্টের উদ্যোক্তারা এই বিষয়টিকেই এবার বাড়তি গুরুত্ব দিয়েছেন।

- Advertisement -

সংগঠক কর্তাদের এবার স্লোগানই ছিল CHESS FOR EVERYONE। আর সেই লক্ষ্যে রেটেড টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি বাবদ নেওয়া হয়েছে মাত্র ২৫০ টাকা করে। কর্তাদের দাবি, দেশের যে কোনও প্রান্তে এমন টুর্নামেন্টে সামিল হতে গেলে দাবাড়ুদের কাছ থেকে এন্ট্রি ফি বাবদ নেওয়া হয় কমপক্ষে দেড় থেকে ২ হাজার টাকা।

আরও পড়ুন:গড়াল রেলের চাকা, স্বস্তির শ্বাস যাত্রী মহলে: কুড়মি সমাজের বঞ্চনা নিয়েও প্রশ্ন

কমবেশি ৩৩ হাজার টাকার পুরস্কার মূল্যের দাবা প্রতিযোগিতায় বাংলা সহ ভিনরাজ্যের দাবাড়ু ছাড়াও রয়েছে বাংলাদেশের এক দাবাড়ু। প্রতিযোগিতায় খুদে দাবাড়ুদের বেশি সংখ্যায় অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তারা।

সংগঠক কর্তাদের প্রত্যাশা, টুর্নামেন্টের সাফল্যই ত্রিপুরায় স্কুল ও ক্লাবস্তরে দাবাকে জনপ্রিয় করবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সহযোগিতাও প্রার্থনা করেছেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সচিব প্রশান্ত কুণ্ডু এবং দীপক সাহা।
স্কুল স্তরে Chess কে আরও জনপ্রিয় করার পাশাপাশি আগরতলায় ক্লাব লিগ টুর্নামেন্টও করতে চান ত্রিপুরার দাবা সংস্থার কর্তারা। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন ক্লাব কর্তাদের সঙ্গেও কথা বলেছেন। দাবা সংস্থার কর্তাদের দাবি, কুমিল্যা ও ঢাকার বেশ কিছু ক্লাব দাবার ক্লাব লিগ টুর্নামেন্টে আগ্রহী।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/khaskhobor2020/

দাবার বিশ্ব সংস্থা FIDE এবং All India Chess Federation এর ছাড়পত্র মিললে অচিরেই রাজধানী আগরতলায় তখন শুরু হবে দাবার ইন্টারন্যাশনাল ক্লাব লিগ টুর্নামেন্ট। প্রস্তাবিত সেই প্রতিযোগিতার বিপুল ব্যায়ভার বহনে রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি সহায়তারও প্রত্যাশা করেছেন All Tripura Chess Association এর কর্তারা।