পবিত্র ঈদে বিশ্বব্যাপী শান্তি-সম্প্রীতি কামনা করে প্রধানমন্ত্রী হাসিনা সহ বাংলাদেশের সকলকে শুভেচ্ছাবার্তা মোদীর

0
34
bbc documentary on narendra modi

নয়াদিল্লি: আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। আবার একই দিনে রয়েছে অক্ষয় তৃতীয়াও। সত্যিই ভারত বিবিধের মাঝে অনন্য। দুই ধর্মের খুশির উৎসবের আহবেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দৌপদী মর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ঈদ-উল-ফিতরের প্রাক্কালে তাঁর বাংলাদেশী সমকক্ষ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী  মোদী  হাসিনার প্রশংসা করে বলেছেন, তাঁর ব্যক্তিগত উদ্যোগের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বহুপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তিক সম্পর্ক বিশ্বে “প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে” রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দেওয়া বার্তায় মোদী বলেছেন, “ভারতের জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার ঈদের শুভেচ্ছা জানাই।” ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মোদী দুই দেশের এবং সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেছেন।  ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে “নতুন উচ্চতায়” নিয়ে যাওয়ার জন্য হাসিনার সঙ্গে  কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

- Advertisement -

আরও পড়ুন: সাংসদ পদ হারানোর পর আদালতে ধাক্কা, আজ দিল্লির সরকারি বাংলো খালি করবেন রাহুল গান্ধী

এদিন প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন যে পবিত্র রমজান মাসে, সারা বিশ্বের মুসলিমরা উপবাস ও প্রার্থনা করেছেন এবং “ঈদ-উল-ফিতরের এই শুভ উপলক্ষ্যে মুসলিম উম্মাহসহ বিশ্ববাসী ঐক্য ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করছে” বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে যে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের শুরুতে চাঁদ দেখা যাওয়ায় দেশটি আরবি চন্দ্র ক্যালেন্ডারের  সঙ্গে মিল রেখে শনিবার উৎসব উদযাপন করবে।