নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
52

নয়াদিল্লি: চলতি বছরে ভারতের সভাপতিত্বে হতে চলেছে G20 শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী মোদী দেশেই বসবে আসর যেখানে উপস্থিত থাকবেন বিশ্বের ক্ষমতাশালী দেশের শীর্ষ নেতারা। এর মধ্যেই খবর মিলেছে  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বছরের শেষের দিকে নয়াদিল্লিতে ১৮তম G20  সম্মেলনে অংশ নিতে পারেন। ভারত-বাংলাদেশের সম্পর্ক শুরু থেকেই বন্ধুত্বপূর্ণ তাই হাসিনা যদি ভারতে আসেন তবে তা অন্য মাত্রা পাবে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, তিনি শীর্ষ সম্মেলনে ‘অতিথি দেশের’ প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও কাদের বলেন, “সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা G20  সম্মেলনে যোগ দিতে ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। তার আগে আমরা পার্টি টু পার্টি মিটিং করব।”  তিনি আরও বলেছেন যে শাসক দলের সদস্যরা জুন মাসেও ভারত সফর করতে পারেন।

- Advertisement -

এর আগে,  বিদেশ বিষয়ক মুখপাত্র সেহেলি সাবরিন বলেছেন, বাংলাদেশ জি-টোয়েন্টির সব বৈঠকে অতিথি দেশ হিসেবে অংশ নেবে। সাবরিন ফেব্রুয়ারিতে বলেছিলেন, “অতিথি দেশ হিসেবে উপস্থিত হওয়া বাংলাদেশের জন্য একটি বড় গর্বের বিষয়। আমরা সেখানে আমাদের বিষয়গুলো তুলে ধরতে পারি।” জানিয়ে রাখা ভাল, ভারতের কাছে ৩০ নভেম্বর পর্যন্ত G20 দেশগুলির সভাপতিত্ব রয়েছে৷ বাংলাদেশ ছাড়াও, ভারত মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন, মিশর এবং সংযুক্ত আরব আমিরশাহিকেও  শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে৷