বাংলাদেশের সিনেমা হলে‌ প্রাণ ফেরাতে পারে Pathaan, আশায় ব্যবসায়ীরা

0
89

বিনোদন ডেস্ক: হিন্দি সিনেমা জগতে একের পর এক রেকর্ড ভেঙে বিরাট সাফল্যের মুখ দেখেছে পাঠান। ভারত ছাড়াও অন্যান্য দেশে বিপুল ব্যবসা করছে এইছবি। এবার এই ছবি দিয়েই দর্শকদের হলমুখী করতে চাইছেন বাংলাদেশের প্রেক্ষাগৃহের মালিকরা। এমনকি পাঠান মুক্তি না পেলে সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: দোলের দিনটা বাড়িতেই কাটছে, এই সিনেমাগুলি দেখেই রঙ লাগুক মনে 

- Advertisement -

ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকরাও ‘পাঠান’-এর মাধ্যমে লক্ষ্মীলাভ করতে চায়। তাঁদের দাবি, শাহরুখ-দীপিকা-জনের এই ছবি মুক্তি না পেলে সিনেমা হলগুলি বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যেই এই আবেদন জানিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ টি সংগঠনে চিঠি পাঠানো হয়েছে তবে এখনও লিখিত অনুমোদন পাওয়া যায়নি।

জানা গিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশে‌ ৪০ টি সিনেমা মুক্তি পেয়েছে। ৫৩ হাজার দর্শক প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখেছেন। তাঁদের মধ্যে ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমার দর্শক সংখ্যা ৩৬ হাজার। বাকি ছবিগুলি তেমন একটা লাভ করতে পারেনি। এই পরিস্থিতিতে ‘পাঠান’ সিনেমা হলগুলিতে প্রাণ ফেরাতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: ‘তোমার‌ জীবনের রঙ ফিরিয়ে দেব’, জেলে বসেই জ্যাকলিনকে চিঠি সুকেশের