সমকামীদের কুপিয়ে হত্যার ঘটনার ছয় জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ

0
90

খাসখবর ডেস্ক: দুই সমকামী আন্দোলনকারীদের কুপিয়ে হত্যার ঘটনায় ছয় জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। বাংলাদেশের রাজধানী ঢাকার সন্ত্রাস দমন আদালতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালের এপ্রিল মাসে আনসার গোষ্ঠীর জঙ্গিরা দুই সমকামীকে কুপিয়ে হত্যা করে। ওই দুই সমকামীদের মধ্যে একজন ৩৫ বছরের জুলহাজ মান্নান ও আরেকজন তাঁর বন্ধু মাহবুব রাব্বি তনয়।

প্রসঙ্গত, দেশীয় আইনের বিরুদ্ধে হলেও ৩৫ বছরের জুলহাজ মান্নান একটি পত্রিকা চলাত, যার নাম রূপবান। এই পত্রিকা সমকামী ও রূপান্তরকামীদের অধিকারের ওপর বিভিন্ন রকম আর্টিকেল ছাপাতো। এর পাশাপাশি জুলহাজ আমেরিকার একটি ইন্টারন্যাসনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করতো। তার বন্ধু তনয় ছিলেন একজন অভিনেতা।

- Advertisement -

ঘটনার দিন তারা দুজনে একত্রে ঢাকার একটি ফ্ল্যাটে ছিলেন। সেই সময় তাদের ওপর হামলা চালায় আনসার জঙ্গি সংগঠনের ছয় জন সন্ত্রাসবাদি। রীতিমতো তাদের ওই অ্যাপার্টমেন্টে তাণ্ডব করে ওই ছয়জন জঙ্গি। যদিও এই হামলার কয়েকদিন পর ঘটনার দায় স্বীকার করে নেয় বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

আরও পড়ুন-দিল্লি থেকে কাশ্মীর হয়ে ‘বাড়ি ফেরার সময়’ আটক আফগান কিশোর

এই ঘটনার আট অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর ধরে মামলা চলে। তবে ওই আট অভিযুক্তের মধ্যে ছয়জনের সাজা ঘোষণা করলেও বাকি দুজনের শাস্তি মাফ করে তাদের ছেড়ে দেয় বাংলাদেশের সন্ত্রাস দমন করে আদালত। জানা গিয়েছে, দোষীদের মধ্যে একজন দেশের সেনাবাহিনীর সদস্যও ছিলেন। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। যদিও যে ছয়জনকে দোষী সাব্যস্ত করা হয় তাদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন মাত্র চারজন।

উল্লেখ্য, কয়েক বছর আগে বাংলাদেশের বিভিন্ন বিদেশি ধর্মীয় সংখ্যালঘু কিংবা ধর্মনিরপেক্ষ দের ওপর এই ভাবেই হামলা চালাতে জঙ্গী সংগঠনের সদস্যরা। সেই সময় এক মার্কিন নাগরিক অভিজিৎ রায় কেও প্রকাশ্যে হত্যা করেছিল জঙ্গিরা। তারপর থেকেই রীতিমতো আশঙ্কা জড়িয়ে পরে বাংলাদেশের চারিদিকে। যদি এরপর শত চেষ্টায় প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে একাধিকবার অনেক জঙ্গিকে তদন্ত চালিয়ে হত্যা করা হয়েছিল। তার পরেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। যার ফলে বাংলাদেশে এখন জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে বলে একাধিক বার দাবি করেছে হাসিনা সরকার।