সিনেমার সমাবর্তনের মঞ্চে ঋতু-স্মরণ, কেক কাটলেন প্রসেনজিৎ-সুদীপ্তা

0
43

পূর্বাশা দাস: তাঁর চলে যাওয়ার এতগুলো বছর পরে আজও তিনি সমানভাবে রয়ে গিয়েছেন আপামর সিনেমা প্রেমীর হৃদয়ে। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র তিনি। তিনি ঋতুপর্ণ ঘোষ। গতকাল ছিল তাঁর জন্মদিন। তাই প্রিয় পরিচালক, প্রিয় মানুষের জন্মদিনে কেক কেটে প্রয়াত পরিচালককে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে। আর এই গোটা ব্যবস্থাপনার নেপথ্যে ছিল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

- Advertisement -

ঋতুপর্ণ ঘোষের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ঋতুপর্ণ ঘোষ–দ্য অগাস্ট লেকচার’ নামে একটি বার্ষিক আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সম্ভবত ২০২২ সালের ৩১শে অগাস্ট থেকে ঋতুপর্ণ ঘোষ নামাঙ্কিত বার্ষিক আলোচনা সভা শুরু হতে পারে। এদিন শুধুমাত্র এই আলোচনা সভার ‘লোগো’ প্রকাশ করা হয়।

ঋতুপর্ণ ঘোষের জন্মদিনের সকালেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার সমাবর্তন প্রসঙ্গে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, “দেখো ঋতুদা তোমার জন্মদিনে আমরা সবাই কেক কাটছি এবং আমরা এই কেক খেয়েছি। শুভ জন্মদিন ঋতুদা। আমরা সবাই তোমাকে খুব মিস করছি।” এর পাশাপাশি সিনেমার সমাবর্তনের মঞ্চ থেকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপ্তা। এই উদ্যোগের অংশ হতে পেরে আপ্লুত অভিনেত্রী।

সুদীপ্তা চক্রবর্তীর জীবনে ঋতুপর্ণ ঘোষের অবদান অনেক। সুদীপ্তার জাতীয় পুরস্কার ঋতুপর্ণর হাত ধরেই। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুদীপ্তা।

আরও পড়ুন: পরিচয় বদলে গেল অভিনেত্রী নুসরত জাহান এর

এদিন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সিনেমার সমাবর্তন’ পুরস্কারের বিভিন্ন বিভাগের মনোনয়নের প্রকাশ করা হয়। এবছরের ‘সিনেমার সমাবর্তন’ অতিমারির কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে। আগামী ৬ই অক্টোবর প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পরিচালিত ‘সিনেমার সমাবর্তন’।