কোরান অবমাননায় যুবককে জ্যান্ত পুড়িয়ে হত্যা বাংলার মাটিতে

0
154

খাসখবর: ফ্রান্সের পর এবার খোদ বাংলার মাটিতে পিটিয়ে এবং পুড়িয়ে মারা হল এক ব্যাক্তিকে৷ গণপিটুনিতে মৃত ব্যক্তির বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ তুলেছে হত্যকারীরা।

আরও পড়ুন- মূর্খ মুসলিমদের মস্তিষ্ক থাকে ওদের লিঙ্গে: তসলিমা

- Advertisement -

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে। নিহত ব্যক্তির নাম আবু ইউনুস মহম্মদ শহীদুন্নবী। তাঁর বাড়ি রংপ শহরের। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন লাইব্রেরিয়ান ছিলেন।

একই ঘটনায় গণপিটুনিতে আহত হয়েছেন সুলতান জোবায়ের নামের একজন। তাঁর ও মৃত শহীদুন্নবীর বাড়ি একই এলাকায়।

আরও পড়ুন- ইসলাম কোনও ধর্ম নয়, বিস্ফোরক দাবি তসলিমার

বৃহস্পতিবার নামাজের পর বুড়িমারী কেন্দ্রীয় মসজিদে পাঁচ-ছ’জন ব্যক্তি শহীদুন্নবী ও জোবায়েরকে মারধর করেন। খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন পরিষদের নেতা হাফিজুল ইসলাম তাঁদের সেখান থেকে নিয়ে যান। তাঁদের কার্যালয়ের একটি রুমে রাখা হয়। বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর এই ঘরের খবর পেয়ে উত্তেজিত আক্রমণকারীরা ওই দরজা ভেঙে শহীদুন্নবীকে মারধোর করে।