করোনায় মৃত্যু হল বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লা অল মোহসিন চৌধুরীর

0
424

ঢাকা: অবস্থার অবনতি আগেই হয়েছিল৷ চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা করেছিলেন বাঁচানোর৷ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা গেলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লা অল মোহসিন চৌধুরী৷

সোমবার ঢাকার মিলিটারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর৷ আবদুল্লা অল মোহসিন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ ২৯ মে করোনা উপসর্গ নিয়ে তিনি মিলিটারি হাসপাতালে ভরতি হন৷ এরপর ৬ জুন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ ১৮ জুন আবদুল্লাকে আইসিইউতে ভরতি করা হয়৷ সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান তিনি৷

- Advertisement -

আবদুল্লা অল মোহসিন চৌধুরীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে প্রশাসনিক মহলে৷ শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ উল্লেখ্য, জানুয়ারি মাসে চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রকের সচিব পদে নিয়ে আসেন তিনি৷ সম্প্রতি তাঁর পদোন্নতিও হয়৷