নদী পেরিয়ে কাজে যাওয়ার সময় বানের তোড়ে মৃত দুই

0
599

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: নদী পেরিয়ে কাজে যাওয়ার পথে হড়কা বানের তোড়ে ভেসে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই বৃদ্ধার। মৃতারা হলেন লারি বাউরী (৭০) ও কাঞ্চনা বাউরী (৬০)। বাঁকুড়ার হীড়বাঁধ থানা এলাকার বহড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের বেঞ্চাবনী গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, অন্যান্য দিনের মতো সোমবার সকালেও লারি ও কাঞ্চনা বাউরী শিলাবতী নদী পেরিয়ে ইন্দপুর থানা এলাকার রঘুনাথপুর-কয়াবাইদ গ্রামে কাজে যাচ্ছিলেন। সেই সময় হড়পা বানে দু’জনই ভেসে যান। বিষয়টি স্থানীয় একজনের নজরে আসায় গ্রামবাসীরা নদীতে তল্লাশি চালিয়ে দুই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে হীড়বাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে।

- Advertisement -

গ্রামবাসী রাখহরি বাউরী ও মৃতার এক ছেলে রঞ্জিত বাউরী ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘‘নদী পেরিয়েই রঘুনাথপুর-কয়াবাইদ গ্রামে আমাদের এখানকার সবাই অন্যের চাষের জমিতে কাজে যায়। এদিনও ওই দু’জন কাজে যাচ্ছিলেন। সম্ভবত একজন হড়পা বানে ভেসে যাওয়ার পর অন্যজন তাঁকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এর আগেই ওই নদী পেরোতে গিয়ে আরও জনা পাঁচেক গ্রামবাসীর জলে ডুবে মৃত্যু হয়েছে৷’’

পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অন্যদিকে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।