Duare Sarkar:  সময়সীমা মাত্র ২০ দিন, ভোটের মুখে দুয়ারে সরকার নিয়ে SOP প্রকাশ করল রাজ্য

সব তথ্য ডিজিটালি এন্ট্রি বাধ্যতামূলক করা হচ্ছে।

0
73
duare-sarkar

কলকাতা :  পঞ্চায়েত ভোটের মুখে দুয়ারে সরকারের (Duare Sarkar) জন্য এসওপি প্রকাশ করল রাজ্য। কোনওরকম তথ্য যাচাই বা অনুসন্ধানের প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকেই যাতে সেই অনুসন্ধান করা যায় তার জন্য টিম তৈরি রাখতে হবে। সব তথ্য ডিজিটালি এন্ট্রি বাধ্যতামূলক করা হচ্ছে। আগে থেকে দুয়ারে সরকারের ক্যাম্পের দিনক্ষণ প্রচার করতে হবে। উপভোক্তা কবে কী ধরণের সুবিধা পাবেন, তা তাঁদের জানানোর পাশাপাশি পোস্টার দিয়ে দুয়ারে সরকারের প্রচার করতে হবে। একইসঙ্গে কন্ট্রোল রুম বা কল সেন্টারের ব্যবস্থা করতে হবে। সংবাদমাধ্যমকে নিয়মিত দুয়ারে সরকারের সফল কাজের তথ্য শেয়ার ও করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন :Pradeep Sarkar: “মেসেজ করে কোনও উত্তর আসেনি, তারপর খবর আসে…”, পরিচালকের মৃত্যুর খবরে ভেঙে পড়লেন রাইমা

- Advertisement -

প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ১ লা এপ্রিল থেকে শুরু হবে দুয়ারে সরকার শিবির। তবে এবারের সময় সীমা অনেকটাই কম। চলবে ২০ শে এপ্রিল পর্যন্ত। ষষ্ঠদফা দুয়ারে সরকার শিবির আয়োজনের আগে  পঞ্চম দফা দুয়ারে শিবিরটি চলেছিল প্রায় ২ মাস।

আরও পড়ুন :TMC Leader Controversial Comment: “দল না থাকলে কুত্তাও পেচ্ছাব করবে না”

আরও পড়ুন :১৬ মিনিটে ৪ কিমি, বারাণসীতে ভারতের প্রথম পাবলিক রোপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন PM Modi

জানা গিয়েছে দুয়ারে সরকারে (Duare Sarkar) প্রথম দশদিন চলবে বিভিন্ন সমস্যার আবেদন গ্রহণ পর্ব এবং তার পরের দশদিন চলবে সমাধানের কাজ। ভোটের আগে হাতে সময় কম। তাই কোন সময় নষ্ট করতে চাইছে না রাজ্য সরকার। যে সব আবেদন জমা পড়বে বিভিন্ন ক্যাম্পগুলিতে, সেগুলি সেই দিনেই এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ব্লক ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে। এই কন্ট্রোল রুমগুলি থেকে প্রত্যেক উপভোক্তাকে ফোন করে জানানো হবে তাঁর পরিষেবা কখন পাওয়া বিষয়ে। যদি আবেদন বাতিল হয়ে যায়, তার কারণও জানানো হবে কন্ট্রোল রুম থেকে।