ED-CBI-এর অপব্যবহার করা হচ্ছে, অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল

0
36
supreme court on ED

নয়াদিল্লি: বিজেপি বিরোধী দলের নেতাদের ইডি, সিবিআই-এর দ্বারা বারবার হয়রানি নিয়ে বহু বার প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন বারবার হেনস্থা করা হচ্ছে সেই অভিযোগে সরব হয়েছে। তবে আর কোনও মন্তব্য নয় ১৪ টি বিরোধী দল তাদের নেতাদের তলবের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে।

সিনিয়র অ্যাডভোকেট এএম সিংভি ভারতের প্রধান বিচারপতির (CJI) সামনে মামলাটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন,  “১৪টি রাজনৈতিক দল আছে এবং তারা বলছে শাসনের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।” সিংভি  বলেছেন, বিরোধীরা ভবিষ্যতের জন্য নির্দেশিকা চাইছেন। বিরোধী নেতাদের উদ্ধৃতি উল্লেখ করে তিনি  বলেছেন,  “এজেন্সির অপব্যবহার  ৯৫ শতাংশ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এবং দোষী সাব্যস্ত হওয়ার হার  ৪ থেকে ৫ শতাংশ।” অন্যদিকে সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে বিরোধী দলগুলি বলেছে, “আমরা গ্রেফতারের পূর্ব নির্দেশিকা এবং জামিনের নির্দেশিকা চাইছি। আমরা অতীতে কোনো তদন্তকে প্রভাবিত করতে চাই না।”  আগামী ৫ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।

- Advertisement -

কংগ্রেস ছাড়াও ১৪টি রাজনৈতিক দলের মধ্যে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি, আম আদমি পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা, ন্যাশনাল কনফারেন্স (এনসি), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, ভারতীয় জাতীয়তাবাদী দল। কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং দ্রাবিড় মুন্নেত্র কাজগম। নয়টি বিরোধী  নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়ার তিন সপ্তাহ পরে এই সিদ্ধান্ত সামনে এসেছে। কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগই জানানো হয়েছিল চিঠিতে। যারা চিঠি লিখেছিলেন তাঁরা বলেছেন, ২০১ সাল থেকে বিজেপির শাসনকালে তদন্তকারী সংস্থাগুলি দ্বারা করা মামলা, গ্রেফতারি, অভিযান বা জিজ্ঞাসাবাদ  হয়েছে বেশিরভাগ বিরোধী দলের রাজনীতিবিদদের উপরেই ।