ধোকলা-গেরুয়া বাতাসা খাইয়ে সেলিব্রেশন রাজ্য বিজেপির দফতরে

0
65
bjp celebration

নিজেস্ব সংবাদদাতা: গুজরাট নির্বাচনে (gujarat election) জয়ের আভাস পেতেই রাজ্যে রাজ্যে শুরু বিজেপির সেলিব্রেশন (celebration)। বাদ যায়নি আমাদের রাজ্যও। গুজরাটের ফেমাস খাবার ধোকলা ও গেরুয়া বাতাসা বিলি করে সেলিব্রেশনে মাতল রাজ্য বিজেপির কর্মী ও সমর্থকরা। অন্যদিকে বিজয় উৎসবের মেজাজে গেরুয়া আবির খেলায় মাতল হাবড়ার বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি বিজেপির পার্টি অফিসের সামনে নিজেদের মধ্যে লাড্ডু বিতরণ করলেন বিজেপি কর্মীরা। চলে বিজয় উল্লাসের স্লোগান।

bjp celebration

- Advertisement -

আরও পড়ুন :শীতকালে ব্রেন স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি বাড়ে, ব্রেন স্ট্রোক এড়াতে রইল টিপস

গুজরাট নির্বাচনে(Gujarat Election) জয়ের পথে বিজেপি। আর এই রেকর্ড জয়ের অন্যতম প্রধান কারণ মুসলিম প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলি। যদিও ইসলাম ধর্মাবলম্বী কাউকেই প্রার্থী তালিকায় আনেনি পদ্ম শিবির। গুজরাটের মুসলিম আধিপত্য থাকা আসনগুলির বেশিরভাগেই বিজেপি কংগ্রেসের বিপক্ষেই জয়ের পথে এগোচ্ছে। ১৭টির মধ্যে ১২টি আসনে বিজেপি এগিয়ে যেখানে মুসলিম জনসংখ্যা বেশি। কংগ্রেসের পাঁচটি আসন। দেখা যাচ্ছে ছয়টি আসন বৃদ্ধি পেয়েছে বিজেপির। এই আসনগুলির বেশিরভাগেই কংগ্রেসকে ভোট দেওয়া হয়। দরিয়াপুর আসন, যেখানে মুসলিম আধিপত্য বেশি সেখানে ১০ বছর ধরে কংগ্রেস রাজত্ব করছে। কিন্তু এই বছর কংগ্রেসের বিধায়ক গিয়াসুদ্দীন শেখ বিজেপির প্রার্থী কৌশিক জৈনের কাছে পরাজিত হয়েছেন। আর অন্যদিকে আপ ১০টি মুসলিম আধিপত্য থাকা আসন যেখানে প্রার্থী দিয়েছিল সেখানের কোনোটিতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। বিশ্লেষকদের মতে, ১০ বছরের দল আসদুদ্দিন ওয়েসির AIMIM এর কংগ্রেসের সমস্ত বাঁধাধরা ভোট ভাঙায় বিশেষ ভূমিকা রয়েছে। AIMIM এর মোট ১৩জন প্রার্থী রয়েছে যার মধ্যে দুজন ইসলাম ধর্মাবলম্বী নন। মুসলিম আধিপত্য থাকা আসনগুলি যেমন জামালপুর-খাড়িয়া এবং ভাড়গামে কংগেরসের সমস্ত বাঁধাধরা ভোটগুলিকে টেনে নিয়েছে।

আরও পড়ুন :কোন সমীকরণে সম্ভব মেসি-রোনাল্ডোর স্বপ্নের ফাইনাল

আরও পড়ুন :রাজপথে অস্থায়ী অপারেশন থিয়েটার তৈরি করে গর্ভবতী পথ কুকুরের প্রাণ ফেরালেন চিকিৎসক

প্রসঙ্গত এই নিয়ে সাত-সাত বার গুজরাট নির্বাচনে (Gujarat election) জয়ের পথে বিজেপি। এমন নজির একমাত্র বাংলা ছাড়া কোথাও নেই। এ রাজ্যে ১৯৭৭ সালে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার প্রথম বার ক্ষমতায় আসে। তার পর টানা সাত বার। ২০০৬ সাল পর্যন্ত। ১৯৯৫ সালে প্রথম বার সে গুজরাটে একক ভাবে ক্ষমতায় আসে বিজেপি। ২০২২ সালের ভোটের ফলও জানিয়ে দিচ্ছে, এ বারও তারা সরকার গড়বে। তাই রাজ্য জুড়ে শুরু হয়েছে সেলিব্রেশন (celebration)

bjp celebration