নির্বাচনে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মালদহ

0
107

নিজস্ব সংবাদদাতা, মালদহ: অষ্টম দফায় উত্তপ্ত হয়ে উঠল মালদহ৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে অশান্তি ছড়াল একাধিক বুথে৷ বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ মালদহের বৈষ্ণবনগরের সাহাবান চক এলাকার ঘটনা।

বৈষ্ণবনগর বিধানসভার সাহাবাহানচক এলাকার চন্দ্র নারায়ণপুরে বিজেপি কর্মীর সুকুমার সাহাকে কাঁচি দিয়ে বুকে আঘাত করেছে তৃণমূল কর্মী রফিকুল শেখ। ভোট নিয়ে দুই দলের মধ্যে সেখানে কথা কাটাকাটি চলছিল সেই সময়ে রফিকুল সেখ কাঁচি চালিয়ে দেয় তার বুকে। আহত অবস্থায় এই মুহূর্তে সুকুমার সাহা চিকিৎসা চলছে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

- Advertisement -

অন্যদিকে, তৃণমূলের যুব নেতার উপর হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক বিধানসভার দক্ষিণ চন্ডিপুরের মহিন্দ্রটোলা এলাকায়। মালদহ জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল আলীর ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মন্ডলের ঘনিষ্ঠরাই এই হামলায় জড়িত বলে অভিযোগ আক্রান্ত যুব তৃণমূল নেতার। ওই যুবতীকে বললে তার গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের। তিনি জানান, ভোটারদের প্রভাবিত করতেই ওই তৃণমূল নেতা মহেন্দ্রটোলা এলাকায় গিয়েছিলেন। তারই প্রতিবাদে সাধারণ মানুষ করেছে।