west bengal assembly election 2021: তারাপীঠে পুজোয় ব্যস্ত সিআরপিএফ কর্তা

অশান্ত বোলপুর

0
47

বোলপুর: অশান্ত বোলপুর৷ হিংসার খবর বীরভূমের নানা প্রান্তে৷ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চেয়ে মানুষের আর্তি ভেসে আসছে৷ এহেন আবহে ভোটের দিন সিআরপিএফের আইজিকে দেখা গেল সদলবলে তারাপীঠ মন্দিরে৷ সেখানে শুধু হাজিরই হলেন না, সদলবলে মন্দিরে মায়ের পায়ে পুজো দিতেও দেখা গেল তাঁকে৷ বাহিনীর জওয়ানেরা তারা মাকে দর্শনের ভিডিও রের্কড করলেন৷ সেই ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়৷

আরও পড়ুন: west bengal assembly election 2021: বুথে গিয়ে প্রাণ সংশয়ে বিজেপি প্রার্থী, প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী

- Advertisement -

প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোটের দিন কোনও কেন্দ্রীয় আধিকারিক কি এভাবে অন ডিউটিতে থেকেও মন্দির পরিদর্শন করতে পারেন? কর্তাই যদি এমন করেন তাহলে জনমানসে কি বার্তাই বা যাবে বাহিনী সম্পর্কে? ইতিমধ্যে বিষয়টি কমিশনের নজরে এনেছেন গেরুয়া শিবিরের নেতৃত্বরা৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবিষয়ে টুইটারে লিখেছেন, ‘‘ভোট চলছে অথচ তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন আইজি৷ উনি কি নিজের কাজ এবং দায়িত্ব সম্পর্কে অবহিত!’’ সূত্রের খবর, ইতিমধ্যে সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷ তবে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি সংশ্লিষ্ট কেন্দ্রীয় আধিকারিকের৷

আরও পড়ুন: west bengal assembly election 2021: সন্ত্রাসকে হারানোর ডাক অনির্বাণের

প্রসঙ্গত, সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে বাহিনীর কর্তা ও জওয়ানেরা খোশ মেজাজে মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছেন৷ সেখানে তাঁরা পুজোও দিলেন৷ একেবারে ছুটির মেজাজে থাকা ভোট কর্মীদের দেখলে বোঝা দায়, যে আজ এই জেলাতেই ভোট হচ্ছে৷ স্বভাবতই, বিজেপির তরফে ভেসে এসেছে কড়া প্রতিক্রিয়া৷ শুধু দিলীপ ঘোষ নয়, এদিন বুথ জ্যামের খবর পেয়ে ইলামবাজারে পৌঁছে বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে৷ পরে বাহিনীর নিস্ক্রিয়তা নিয়ে কমিশনকেও জানান তিনি৷

ওই ঘটনার অব্যহতি পরেই সিআরপিএফ কর্তার তারাপীঠ মন্দির দর্শনের বিষয়টি সামনে আসে৷ প্রসঙ্গত, রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনীর আগমনকে কেন্দ্র করে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার ও তৃণমূল শিবির৷ ঘটনাচক্রে সে সময় বাহিনীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরকে৷ কিন্ত তাঁদের এহেন কার্যকলাপের জেরে কার্যত বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবিরই৷ কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাহিনীর দায়িত্বে রয়েছেন স্বয়ং অমিত শাহ৷ স্বভাবতই, ভোটের দিন বাহিনীর কর্তার দায়িত্বজ্ঞানহীনতার জল অনেক দূর গড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷