নাবালকের অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার বন্ধুর বাবা

0
213

 খেজুরি: গত ডিসেম্বর মাসের ঘটনা, খেলার ছলেই দুই নাবালকের মধ্যে শুরু হয়েছিল বচসা৷ অভিযোগ, সেই বচসার জেরেই অস্বাভাবিক মৃত্যু ঘটেছে কিশোরের৷ গোটা ঘটনায় মৃত নাবালকের সেই বন্ধুর বাবাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ৷

খেজুরি থানায় বজবজিয়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত বছর ডিসেম্বর মাসে হিমাচরণ ঘোড়াইয়ের ছেলে সুব্রতর সঙ্গে প্রতিবেশী তরণী পালের ছেলের বচসা শুরু হয়। নাবালক সুব্রত ঘোড়াইকে বেধড়ক মারধর করে তরণী পালের সন্তান। গোটা ঘটনা চলাকালীম উপস্থিত ছিলেন তরণী পাল। কিন্তু তাও তিনি কোনওরকম বাধা দেননি।

- Advertisement -

আরও পড়ুন, স্বাস্থ্যজনিত কারণে জামিনে মুক্ত চেকসি

ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে সুব্রত। এরপর পরিবারের লোকেরা দ্রুত উদ্ধার করে তাঁকে হেঁড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তমলুক হাসপাতাল, সেখান থেকে কলকাতায় একটি হাসপাতালেও ভর্তি করা হয়। ক’দিন চিকিৎসা চলার পরেই কলকাতার হাসপাতালে মৃত্যু হয় মাত্র ১১ বছর বয়সী সুব্রত ঘোড়াইয়ের।

ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি হিমাচরণ। চলতি বছরের ১১ ই জানুয়ারী তিনি খেজুরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে, অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারও করে।

তবে, এখনও শেষ হয়নি সেই তদন্ত। হেঁড়িয়ার তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন ‘ অভিযোগ ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।’

আরও পড়ুন, কথা রেখেছেন মমতা, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বাড়াল সরকার

ইতিমধ্যেই অভিযুক্ত তরণী পালকে কাঁথি আদালতে তুলেছে পুলিশ৷ তরণী জামিনের আবেদন করলেও তা নাকচ করেছেন বিচারক। তিনি অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।