বাড়ির ফেলে দেওয়া জিনিসেই প্রাণ প্রতিষ্ঠা করছেন গায়েত্রী

0
146

সল্টলেক: দীর্ঘ লকডাউনের জেরে থমকে গিয়েছে জীবনধারণের গতিবিধি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টে গিয়েছে জীবনযাত্রার সংজ্ঞা। অর্থনৈতিক পরিকাঠামোকে সুগম করতে কর্মসংস্থানের ক্ষেত্র বাড়ানোর চেষ্টা চলছে।

এই রকমই চিন্তাধারা ব্যক্ত করেছেন হস্তগ্রাফ সংস্থার কর্ণধার গায়েত্রী বন্দ্যোপাধ্যায়। মূলতঃ বাড়ির ফেলে দেওয়া জিনিসকে রিসাইকিলিং করে বানানো হচ্ছে দ্রব্যাদি। এই ধরনের চমকপ্রদ দ্রব্যাদি উপহার দিচ্ছেন হস্তগ্রাফ সংস্থা। স্বল্প মূল্যে সেই সমস্ত জিনিস কিনতে পারবেন আমজনতা। সেই দ্রব্যসামগ্রী দিয়ে ঘর হোক বা ড্রয়িং রুম কিংবা অফিস সাজালে সকলের নজর কাড়বেই বলে মনে করছেন সংস্থার কর্ণধার।

- Advertisement -

আরও পড়ুন: প্রকাশ্যে উঠে এল গোষ্ঠীকোন্দল, উন্নয়নের সঙ্গে আপোষ নয়

আজ সল্টলেক এজে ব্লকে ‘ওয়েস্ট শপে’র উদ্বোধন হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন, অভিনেতা দেবশংকর হালদার, হস্তগ্রাফ সংস্থার কর্ণধার গায়েত্রী বন্দ্যোপাধ্যায় , বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এই ওয়েস্ট শপে পাওয়া যাবে হস্তগ্রাফ সংস্থার সদস্যদের হাতের তৈরি নানা জিনিস।

আরও পড়ুন: দলের সিদ্ধান্তে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির বিধায়কেরা

সংস্থার কর্ণধার গায়েত্রী দেবী জানিয়েছেন, বিভিন্ন প্রান্তের মহিলা, পুরুষরা তাঁদের হাতের তৈরি জিনিস এই সংস্থাতে ব্যবসার কারণে বিনিয়োগ করতে পারবেন। মূলতঃ মানুষকে স্বনির্ভর করে জীবিকা নির্বাহ করতে সহযোগী ভূমিকা পালন করছে এই সংস্থা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হিডকোর চেয়ারম্যান, অভিনেতা সহ সকল অতিথিবৃন্দ।