কথা রেখেছেন মমতা, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বাড়াল সরকার

0
22

উত্তর দিনাজপুর : একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটপর্ব মিটেছে, ভোটবাক্সে জনগণ বুঝিয়ে দিয়েছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। তৃতীয়বারের জন্য নবান্নে বসে কৃষকদের কথা ভোলেননি মমতাও। আজ এই প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষকের একাউন্টে ঢুকল বর্ধিত ভাতার প্রথম কিস্তি৷

 

- Advertisement -

আরও পড়ুন, যৌন নির্যাতনের অভিযোগ নেয়নি পুলিশ, আদালতের দ্বারস্থ মা-মেয়ে

মে মাসে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসে জুনের শুরুতেই কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্যের মন্ত্রিসভা। সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে আর ৫ হাজার নয়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে প্রতি কৃষককে ১০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।

এক লহমায় ভাতাবাবদ পাঁচ হাজারের বদলে ১০ হাজার টাকা পেয়ে যারপরনাই খুশি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত কৃষক। তাঁদের সকলের মুখেই এখন মমতার গুণগান। তাঁরা সকলেই বলছেন, ‘মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। ওঁর এই প্রকল্পের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব’।

আরও পড়ুন, রিচার্জ না করলে বন্ধ হবে সিম কার্ড, তিন লক্ষাধিক টাকার জালিয়াতি মালদহে

অন্যদিকে ব্লক কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ বলেন, ‘কৃষকবন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। কালিয়াগঞ্জ ব্লকের মোট ২২,৯৪২ জন কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে আছেন। যার মধ্যে ২২৩৮২ জন প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। বাকি ৬০০ জন রয়েছেন, তাঁদেরও ভাতা বাবদ টাকা আগামী কয়েক দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে।’