স্বাস্থ্যজনিত কারণে জামিনে মুক্ত চেকসি

0
36

খাস খবর ডেস্ক : অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েই গেলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চেকসি। সোমবার ডমিনিকার আদালত স্রেফ শারীরিক অসুস্থতার কারণে শর্তসাপেক্ষ জামিনে মুক্ত করল তাঁকে। স্পষ্ট জানিয়ে দিল, শুধুমাত্র চিকিৎসাজনিত কারণে অ্যান্টিগা এবং বারমুডায় যেতে পারবেন তিনি।

আরও পড়ুন, কথা রেখেছেন মমতা, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বাড়াল সরকার

- Advertisement -

গত ২৩ মে থেকেই চেকসির ঠিকানা ছিল ডমিনিকার সংশোধনাগার। অ্যান্টিগা থেকে অবৈধভাবে ডমিনিকায় প্রবেশ করায় এই শাস্তি হয়েছিল তাঁর। তারপর থেকেই পলাতক এই ভারতীয় হীরে ব্যবসায়ীকে দেশে ফেরানোর তোড়জোড় শুরু করেছিলেন ভারতীয় কূটনীতিক থেকে শুরু করে গোয়েন্দারা৷ তবে তাঁদের সমস্ত প্রচেষ্টা বিফলে গেছে। আদালতে মেহুল চেকসির আইনজীবী দাবি করেছেন, ভারতের লোকজনই নাকি চেকসিকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে গেছে। সোমবার তাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনে মুক্তিও পেলেন তিনি।

মূলত স্নায়ূঘটিত সমস্যার কথা জানিয়ে এই জামিনের আবেদন করেছিলেন চেকসি। তাঁর বক্তব্য ছিল, এই রোগের চিকিৎসা ডমিনিকায় করা সম্ভব না। কাজেই অসুস্থ অবস্থায় অবিলম্বে ভারতে ফেরার বিষয়টি থেকেও মুক্তি দিয়েছে আদালত৷

আরও পড়ুন, যৌন নির্যাতনের অভিযোগ নেয়নি পুলিশ, আদালতের দ্বারস্থ মা-মেয়ে

সূত্রের খবর, ডমিনিকার আদালত নির্দেশ দিয়েছে, যতদিন না তিনি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছেন৷ ততদিন এই জামিনের মেয়াদ থাকবে। এরপরই ডমিনিকায় ফিরতে হবে চেকসিকে। ১০ হাজার ইস্টার্ণ স্টার্নের ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়। স্বাভাবিকভাবেই জামিন মঞ্জুর হওয়ার পর খুশি চেকসির আইনজীবী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশেষে একজন ব্যক্তিকে পছন্দসই জায়গায় চিকিৎসার অধিকার বজায় রাখল ডমিনিকার আদালত। সমস্ত এজেন্সির প্রচেষ্টা ব্যর্থ।’