জাতীয় চ‍্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পদক বাংলার  পূজার

0
16
siliguri puja

শিলিগুড়ি: দুর্গা পুজোয় মাতোয়ারা যখন গোটা বাংলা, পুজোর আমেজকে ভুলে ট্র্যাক ধরে ছুটে চলেছেন পূজা। উজ্জ্বল করলেন বাংলার মুখ। শিলিগুড়ির  (siliguri) পূজা (puja) ট্র্যাক দৌড়ে জাতীয় স্তরে ছিনিয়ে আনলেন ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন :বাজারে এল ওলা-উবের প্রতিযোগী, শহরে ব্যাটারি চালিত নয়া ক্যাব ‘স্ন্যাপ-ই’

- Advertisement -

২৯শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর গুজরাতে অনুষ্ঠিত ৩৬ তম জাতীয় অ্যাথলেটিক মিট। সেখানে ২৫ কিলোমিটার রেস ওর্য়াকিংয়ে শিলিগুড়ির (siliguri) মেয়ে পূজা (puja) ব্রোঞ্জ পদক জয় করে গোটা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। আজ মহকুমা ক্রিয়া পরিষদের সভাকক্ষে পূজা (puja)siliguri প্রামানিক ও তাঁর কোচ মনোজ দাসকে সংবর্ধিত করেন SMKP  এর সচিব থেকে সকল সদস্য। সংবর্ধনার পর পূজা জানান, তিনি গরিব ঘর থেকে উঠে এসেছেন। দারিদ্রতা তাঁর জীবনের বড় প্রতিবন্ধকতা। একটি সরকারি চাকরির জোগাড় হলে তিনি আরও এগিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন :স্বামীর একাধিক পরকীয়ার সম্পর্কের প্রতিবাদ করায় ঘরছাড়া স্ত্রী

আরও পড়ুন :Abhishek Banerjee-র আরোগ্য কামনায় হিন্দুদের যজ্ঞ-মুসলিমদের দোয়া, ধরা পড়ল সম্প্রীতির ছবি

পূজাকে সংবর্ধনা জানিয়ে শিলিগুড়ি (siliguri) মহকুমা ক্রিড়া পরিষদ গর্বিত। সচিব কুন্তল গোস্বামী জানালেন, এই সংবর্ধনা পূজাকে (puja) আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাঁকে অর্থ সাহায্যের পাশাপাশি তাঁর একটা স্থায়ী চাকরির ব‍্যবস্থা করার সর্বদা চেষ্টা করবেন ।