Abhishek Banerjee-র আরোগ্য কামনায় হিন্দুদের যজ্ঞ-মুসলিমদের দোয়া, ধরা পড়ল সম্প্রীতির ছবি

0
169

হাওড়া: চোখের অপারেশন করতে ভিন দেশে পাড়ি দিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সাত ঘণ্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। এরপর শুক্রবার তাঁর আরোগ্য কামনায় ধরা পড়ল সম্প্রীতির ছবি। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে এক জায়গায় জড়ো হয়েছিলেন।

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় ডোমজুড় কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লার ব্যবস্থাপনায় শুক্রবার সলপ হাইরোডে হিন্দু ভাইরা হোম যজ্ঞ এবং মুসলিম ভাইরা দোয়া করেন। পাশাপাশি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একত্রিত হয়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন।

- Advertisement -

আরও পড়ুন: TRP নিয়ে ‘ছেলেখেলা’ নয়, Sajid Khan-কে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিগ বস নির্মাতারা

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীও বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে অভিষেকের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অভিষেকের অস্ত্রোপচার নিয়েও বেশ চিন্তিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। বিভিন্ন সময়ে চোখের চশমা বদল করতে দেখা গিয়েছে যুবরাজকে। চোখে রোদ লাগাতে বারণ করেছিলেন চিকিৎসকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য তাঁর স্ত্রী রুজিরা নারুলাও এখন আমেরিকায় রয়েছেন। গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ছেলেটা খুব ভুগছে। ঠাকুর ঠাকুর করে এবারের অপারেশনটা ভাল হলেই ভাল। না হলে ওর দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা হতে পারে।’‌

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ শে অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনায় পড়ে। তাঁর বাম চোখের নীচে গুরুতর আঘাত লাগে এবং ক্ষত তৈরি হয়। চোখের নিচের হাড় ভেঙে যায় বলেই চিকিৎসকরা জানিয়েছিলেন। ২০২০ সালের জানুয়ারি মাসেও তাঁর চোখে একবার অপারেশন হয়েছিল। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ইতিমধ্যেই ৬ বার চোখের অপারেশন হয়ে গিয়েছে অভিষেকের।