সারদার ফাইল কীভাবে লোপাট, জানিয়ে দিলেন শুভেন্দুর ভাই

0
376

মিলন পণ্ডা, কাঁথি: এক হপ্তায় তিনবার থানার চৌকাঠে গিয়ে তদন্তকারীদের হাজিরার মুখোমুখি হতে হল রাজ্যের দোর্দন্ডপ্রতাপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে৷ তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে৷ তদন্ত করছে রাজ্য পুলিশ৷ সৌমেন্দুর অভিযোগ, জেরার নামে পুলিশ মানসিক নির্যাতন করছে৷

শুক্রবার দুপুর ১২.৩৫ মিনিট কাঁথি থানায় হাজির হন সৌমেন্দু অধিকারী৷ সঙ্গে ছিল গীতা৷ পুলিশ গীতা নিয়ে ঢুকতে বাধা দেয়৷ ফলে নিরাপত্তারক্ষীদের হাতে গীতা তুলে দিয়ে জেরার মুখোমুখি হতে হয় অধিকারী পরিবারের ছোট সন্তানকে৷ জেরা শেষে বাইরে এসে সৌমেন্দু বলেন, ‘‘জেরার নামে যা খুশি তাই করা হচ্ছে৷ আমি এত বড় আসামি হয়েছি যে বাড়ি থেকে খাওয়ার নিয়ে আসার অনুমতি নেই! কোনও বই নিয়ে ঢোকার অনুমতি নেই! আমার ধর্মগ্রন্থ গীতা কেড়ে নেওয়া হয়েছে! আগামীদিনের জিজ্ঞাসাবাদ করা হলে গীতা নিয়ে আসব!’’

- Advertisement -

এরপরই মুখ খোলেন সারদা ফাইল প্রসঙ্গে৷ কুণাল ঘোষকে নর্দমার কীট বলে কটাক্ষ করেন! সৌমেন্দু বলেন, ‘‘কাঁথি পুরসভা থেকে সারদা ফাইল লোপাটের দায় শুধু আমার নয়৷ কারণ আমার পরে প্রশাসক হিসেবে বসেছিলেন সিদ্ধার্থ মাইতি, তারপরে হরিসাধন দাস অধিকারী, এরপর পুরপ্রধান হিসেবে বসেছেন সুবল কুমার মান্না৷ অথচ তাদেরকে ছেড়ে দিয়ে শুধু আমাকেই জেরার নামে হেনস্থা করা হচ্ছে৷’’

সৌমেন্দুর বিদেশ সফর নিয়ে আগের দিন প্রশ্ন তুলেছিলেন তদন্তকারীরা৷ এদিন সেই প্রসঙ্গ টেনে সৌমেন্দু বলেন, ‘‘বিদেশ ঘুরতে যাওয়া কি অপরাধ নাকি? ২০১১ সাল থেকে আয়কর সংকান্ত নথি চেয়েছিল৷ আমি ২০০৯ সাল থেকে নথি দিয়ে এসেছি৷’’ মুখ্যমন্ত্রীর নামোল্লেখ না করে কটাক্ষের সুরে বলেন, ‘‘এরা সবাইকে হাওয়াই চটি ভাবছে! আমি বৈধভাবে রোজগার করেছি৷ ভারত সরকারকে কর দিয়েছি৷ সামান্য কিছু অর্থ বিদেশে গিয়ে খরচ করেছি৷ আমি একজন ব্যাচেলার, যা ইনকাম করেছি সঞ্চয় করেছি খরচ করেছি৷ এখানে পশ্চিমবঙ্গ পুলিশের অসুবিধা কোথায় হচ্ছে বুঝতে পারছি না!’’

বস্তুত, এর আগে গত শুক্রবার ও সোমবার দু’দিনে প্রায় ১৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরায় সিংহভাগ প্রশ্নই এড়িয়ে গিয়েছেন সৌমেন্দু৷ তাই ফের ডাকা হবে তাঁকে৷ তবে কবে, এদিন সেই দিন স্পষ্ট করেননি তদন্তকারীরা৷

আরও পড়ুন: বাজারে এল ওলা-উবের প্রতিযোগী, শহরে ব্যাটারি চালিত নয়া ক্যাব ‘স্ন্যাপ-ই’