বাজারে এল ওলা-উবের প্রতিযোগী, শহরে ব্যাটারি চালিত নয়া ক্যাব ‘স্ন্যাপ-ই’

0
49

পলাশ নস্কর, কলকাতা: বাজারে এল ওলা-উবের প্রতিযোগী! পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে সুরক্ষিত যাত্রী পরিষেবা কথা মাথায় রেখে পথে নামল ব্যাটারি চালিত নয়া ই-ক্যাব। সম্পূর্ণ ব্যাটারি চালিত ওই অ্যাপ নির্ভর সংস্থাটির হল ‘স্ন্যাপ-ই ক্যাব’। প্রথম ধাপে নয়া ওই সংস্থার ১ হাজার ব্যাটারি চালিত গাড়ি পথ চলা শুরু করেছে। শুক্রবার বিকেলে নিউ টাউন ইকো পার্কের একটি ব্যাংকুয়েট হলে তারই সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র কাপুর, বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, সংস্থার সিইও মায়াঙ্ক বিন্দোল প্রমুখ। সংস্থার কর্তারা বলছেন, ক্যাবের প্রধান বিশেষত্ব হল গাড়ির চালক সংস্থার নিজের। ফলে রাতের যাত্রী নিরাপত্তার দায়ভার থাকবে ক্যাব সংস্থার উপর। নয়া ওই সংস্থা এখনও পর্যন্ত শহরের বুকে বেশ কয়েকটি চার্জিং স্টেশন গড়ে তুলেছে। আগামীতে আরও ব্যাটারি চালিত গাড়ি ও চার্জিং স্টেশন বাড়ানো হবে বলে জানিয়েছে ‘স্ন্যাপ-ই ক্যাব’ সংস্থা।

- Advertisement -

সংস্থার সিইও মায়াঙ্ক বিন্দল বলেন, ‘ প্রথম ধাপে ব্যাটারি চালিত ১ হাজার গাড়ি পথে নেমেছে। প্রত্যেকটি গাড়িতে সাত রকম সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে গাড়ি চলাকালীন এসি চলছে কিনা, বা জানলার কাঁচ কতবার খোলা হয়েছে তা যেমন জানতে পারা যাবে। ঠিক সেই রকমই চলন্ত গাড়িতে যাত্রীরা যদি কোন বিপদে পড়েন তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এসএমএস এলার্ট সিস্টেম সহ জিপিএস ট্র্যাকিং থাকছে। সংস্থার নিজস্ব কিউআরটি অর্থাৎ কুইক রেস্পন্স টিম রাখা হচ্ছে। যাতে পথের বিপদের যাত্রী নিরাপত্তা আরও সুনিশ্চিত হয়ে ওঠে।

আরও পড়ুন: এবার পরোটা খেতে গেলেও পুড়বে মুখ, বসছে ১৮ শতাংশ GST