Cyber Crime বিষয়ে পড়ুয়াদের সচেতন করার উদ্যোগ পুলিশের, টেলিস্কোপে হল মহাকাশ দর্শন 

0
30

সুদেষ্ণা মণ্ডল: সাইবার ক্রাইম বিষয়ে ছাত্র ছাত্রীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ। জয়নগর থানা ও আই.সি অতনু সাঁতরা এই কর্মসূচির আয়োজন করে। গত বৃহস্পতিবার এই অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয়।

আরও পড়ুন: Bogtui: ভাদু শেখ হত্যা মামলায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

- Advertisement -

জয়নগর থানা এলাকার চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য তৈরি হওয়া এই প্রশিক্ষণ শিবিরে ছাত্র ছাত্রীদের মহাকাশ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানাতে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দর্শন করানো হয়। গতকাল বিকেলে থানা প্রাঙ্গণে প্রশিক্ষকরা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মহাকাশের গ্রহ, নক্ষত্রের অবস্থান বুঝিয়ে দেন ছাত্রছাত্রীদের। পড়ুয়াদের কৌতুহল নিবারণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শহরে এবার ‘Money Heist’ থিম ক্যাফে, কম খরচে কম্বো মিলের দারুণ অফার

এছাড়া সাইবার ক্রাইম সম্পর্কে পুলিশের তরফে জানানো হয়, এই ধরনের অপরাধের মাত্রা বাড়ছে। এ ব্যাপারে এখন থেকেই ছোট পড়ুয়াদের সচেতন করা উচিত। যা এই প্রশিক্ষণ শিবিরের অন্যতম উদ্দেশ্য। আগামী দিনেও এমন আরও কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন। পুলিশ এবং স্কুলের মিলিত উদ্যোগে পড়ুয়া ছাড়াও খুশি অভিভাবকরাও।