শহরে এবার ‘Money Heist’ থিম ক্যাফে, কম খরচে কম্বো মিলের দারুণ অফার

0
36

খাস ডেস্ক: ওয়েব সিরিজগুলির মধ্যে ‘Money Heist’ বেশ জনপ্রিয়। লকডাউনের সময়ে এই সিরিজ আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে। লোকের মুখে মুখে ঘুরছে Money Heist-এর নাম। এবার একটি ক্যাফের থিম হিসেবে উঠে এল এই সিরিজ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে প্রথমবার Money Heist থিম ক্যাফে। শুধু তাই নয়, এখানে মাত্র ২৪৯ টাকায় পাওয়া যাবে ৭ কোর্স মিল যাতে দুজনের পেট ও মন দুই-ই ভরবে।

- Advertisement -

ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে যোধপুর পার্কে অবস্থিত ‘Bella Chow’ ক্যাফে। এখানে নন ভেজ স্যান্ডউইচ, বার্গার সহ আরও অনেক কিছু পাওয়া যায়। তবে এখানকার মূল আকর্ষণ ২৪৯ টাকার কম্বো মিল।

জেনে নেওয়া মাত্র ২৪৯ টাকার ৭ কোর্স কম্বো মিলে কি কি ফুড আইটেম পাওয়া যাবে।

ভেজ সুইট কর্ন স্যুপ ২ টো
ড্রামস অফ হেভেন ২ পিস
এগ রাইস
এগ নুডলস
কিমচি স্যালাড
চিলি গার্লিক ৪ পিস
কোল্ড ড্রিঙ্কস ২ গ্লাস

এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্যুপ, মোমো, পাস্তা, ম্যাগির স্বাদ মিলবে। বন্ধুদের গ্রুপ কিংবা প্রিয়জনের সঙ্গে একবার ঘুরে আসাই যায়। এই ক্যাফের ঠিকানা- ২৪০, যোধপুর পার্ক, কলকাতা- ৭০০০৬৮। ০৮২৪০২০৯৩৮৭ নম্বরে ফোন করে ক্যাফে সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে।