বাজেয়াপ্ত পাঁচ হাজার ফেনসিডিল, এসটিএফের জালে চার

0
21

বারাসত: ৫০০০ নিষিদ্ধ ঔষুধ ফেনসিডিল উদ্ধার করল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স৷ ঘটনায় এসটিএফের জালে চারজন৷ ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা৷

গোপন সূত্রে খবর পেয়ে এদিন এসটিএফের অফিসারেরা সোদপুর সুখচর এলাকার বিটি রোড থেকে একটি ট্রাককে আটক করে৷ তল্লাশি চালাতেই দেখা যায় তাতে ঠাসা নিষিদ্ধ ওষুধ ফেনসিডিল৷ ঘটনাস্থল থেকে ৫০০০ নিষিদ্ধ ওষুধ ফেনসিডিল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা৷ গাড়িতে ছিলেন চালক সহ পাঁচজন৷ অভিযুক্তদের ‘চেস’ করার সময় একজন পালিয়ে যায়৷ বাকি চারজনকে হাতেনাতে গ্রেফতার করে এসটিএফ অফিসারেরা৷ এদিকে সেই খবর সংগ্রহ করতে গিয়ে এসটিএফের হাতে সংবাদ মাধ্যমের আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটে৷ অভিযোগ, উদ্ধার হওয়ার নিষিদ্ধ ওষুধের ছবি তুলতে গেলে এসটিএফের এক অফিসার মোহন রায় ছবি তুলতে বাধা দেয়৷ তারপর ক্যামেরায় চড় মেরে ফেলে দেয় বলে অভিযোগ৷ যদিও এই বিষয়ে এসটিএফের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি৷

- Advertisement -

বেশ কয়েকদিন ধরে গোপন রাজ্য এসটিএফ অফিসারদের কাছে খবর আসছিল বিভিন্ন গাড়িতে করে নিষিদ্ধ ওষুধ উত্তরপ্রদেশ ও কানপুর থেকে এরাজ্যে প্রবেশ করছে৷ সূত্র মারফৎ এবিষয়ে নিশ্চিত হওয়ার পর এদিন সন্ধ্যেবেলা রাজ্য এসটিএফের অফিসারেরা খড়দহ থানার অন্তর্গত সোদপুর সুখচর বিটি রোড এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করেন৷ আর সেই সময় উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক সেখান থেকে যাচ্ছিল৷ তখনই সন্দেহভাজন ওই ট্রাকটিকে আটক করেন তদন্তকারীরা৷ যদিও সংবাদমাধ্যমকে ছবি তুলতে কেন বাধা দেওয়া হল উঠছে সেই প্রশ্ন৷

আরও পড়ুন: চোর সন্দেহে পিটিয়ে ‘খুন’, তিলোত্তমায় প্রশ্নের মুখে আইনের শাসন