Bogtui: ভাদু শেখ হত্যা মামলায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

0
22
cbi

কলকাতা: বগটুই গণহত্যার মত তৃণমূল নেতা ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্তভারও গেল সিবিআইয়ের হাতে। শুক্রবার কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দেয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়,রাজ্য পুলিশ তদন্ত করতে পারবে না। ভাদু শেখ হত্যা এবং বগটুই গণহত্যা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।

আরও পড়ুনঃ প্রাইজ মানির ক্ষেত্রেও পূর্বের বছরগুলির থেকে অনেকগুণ এগিয়ে কাতার

- Advertisement -

বগটুই হত্যাকাণ্ডের পাশাপাশি এবার ভাদু শেখ খুনের তদন্তে নামছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই আগেই জানিয়েছিল, এই খুনের তদন্তভার নিতে তারা প্রস্তুত। অবশেষে, সিবিআইয়ের হাতেই ভাদু শেখ খুনের তদন্ত ভার তুলে দিল কলকাতা হাইকোর্ট।শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দেয়, সিবিআই উপপ্রধান খুনেরও তদন্ত করবে। এর আগে এই মামলার তদন্ত করছিল রাজ্য পুলিশ।

আরও পড়ুনঃ বঙ্গ সিপিএমের মুখ মীনাক্ষী, স্পষ্ট হচ্ছে পার্টি কংগ্রেসে 

বগটুই হত্যাকাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার মুম্বাই থেকে ৪ জনকে গ্ৰেফতার করে সিবিআই। বীরভূম জেলার রামপুরহাটের বগটুইয়ে ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই গত শুক্রবার মামলা দায়ের করেছিল। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে মামলার তদন্তভার নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই এই মামলা দায়ের করে সিবিআই। এদিকে, এটাই এই মামলার প্রথম গ্ৰেফতার। সিবিআই সূত্রে খবর, ঘটনার পরের দিনই এরা মুম্বাই পালিয়ে যায়। ধৃতদের মধ্যে সাবু শেখ ও বাপ্পা শেখ এই দুজনের নাম জানা গিয়েছে।

সিবিআইয়ের এক গোয়েন্দার কথায়, ভাদু শেখ খুন এবং বগটুই হত্যাকাণ্ড পরস্পরের সঙ্গে জড়িত, এই বিষয়ে সন্দেহ নেই এবং হাইকোর্টের নির্দেশ পেলে ভাদু শেখ খুনের তদন্তও করতে চান তারা। কারণ বগটুই হত্যাকাণ্ডের তদন্ত সূত্রে ভাদু খুনের বিষয়েও অনেক তথ্য জানা যাচ্ছে।