Fraud Case: প্রায় ১২ কোটি টাকার প্রতারণা, পুলিশের জালে চিকিৎসক

0
87

খাস খবর ডেস্ক: রাজ্যজুড়ে সক্রিয় প্রতারণা চক্র। একের পর এক প্রতারণা চক্রের শিকার হচ্ছে সাধারণ মানুষ। খোয়া গিয়েছে লক্ষ লক্ষ টাকা। এবার প্রায় প্রায় ১২ কোটি টাকার প্রতারণার ঘটনায় ট্রপিক্যাল মেডিসিনের এক চিকিৎসকে গ্রেফতার করল পুলিশ। ধৃতে চিকিত্সকের নাম উত্তম কুমার লেংকা।

আরও পড়ুন-East West Metro: এবার আইনি জটিলতায় শিয়ালদহ মেট্রোরেল, হাইকোর্টে মামলা দায়ের

- Advertisement -

পুলিশ সূত্রের খবর, ধৃত উত্তম কুমার লেংকা ক্যালকাটা স্কুল অফ্ ট্রপিক্যাল মেডিসিনের চিকিত্সক। ধৃত ট্রপিক্যাল মেডিসিন ছাড়াও বাইরে প্র্যাকটিস করে। প্রগতি ময়দান থানার পুলিশ ধৃতকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। আজ আলিপুর আদালতে পেশ করা হবে।

জানা গিয়েছে, ভুবনেশ্বরের একটি সংস্থায় বিনিয়োগের নাম করে বেশকিছু সহকর্মীদের কাছে থেকে টাকা নিয়েছিল ওই চিকিৎসক। ট্রপিক্যাল মেডিসিনের অন্য কয়েকজন চিকিত্সকের থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন উত্তমকুমার। সুদ সহ টাকা ফেরত দেওয়ার আশ্বাস ও দিয়েছিল ধৃত। কিন্তু আশ্বাস মত সবাইকে সব টাকা ফেরত দিয়ে পারেনি ধৃত। যার ফলেই ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় থানায়।

আরও পড়ুন-Bankura: ‘প্যাকেজ’ ঘোষণাই সার, অনেকের কাছেই এখনও পৌঁছায়নি পুষ্টিকর খাবার

অন্যদিকে, আজই সোনা পাচার কাণ্ডে পলাতক ব্যবসায়ী সঞ্জয় আগরওয়ালকে গ্রেফতার করেছে ইডি। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকার সোনা আনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত করছে শুরু করেছে সিবিআই। ইডি ধৃতের কলকাতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। অবশেষে সোমবার ধৃতকে গ্রেফতার সিবিআই।