East West Metro: এবার আইনি জটিলতায় শিয়ালদহ মেট্রোরেল, হাইকোর্টে মামলা দায়ের

0
108

খাস খবর ডেস্ক: এবার শিয়ালদহ মেট্রোরেলের বিরুদ্ধে দায়ের করা হল মামলা। রীতিমত আইনি জটিলতায় পড়েছে সেন্ট্রাল পার্ক সংলগ্ন মেট্রোর নির্মাণকার্য। সল্টলেক সেন্ট্রাল পার্ক সংলগ্ন মেট্রোর নির্মাণ ঘিরেই উঠেছে আপত্তি। আর এই আপত্তি ঘিরেই এবার মামলা দায়ের হল হাইকোর্টে।

আরও পড়ুন-Bankura: ‘প্যাকেজ’ ঘোষণাই সার, অনেকের কাছেই এখনও পৌঁছায়নি পুষ্টিকর খাবার

- Advertisement -

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই মামালায় হাইকোর্টের পক্ষ থেকে মেট্রোর নির্মাণ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় মেট্রোর নির্মাণ সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রী ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের কাছে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখের মধ্যে এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করবে হাইকোর্ট।

প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রোয় সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পাঁচ কিলোমিটারের পথে ছটি মেট্রো স্টেশন রয়েছে। স্টেশনের গুলির মধ্যে রয়েছে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান। গত ফেব্রুয়ারি মাসে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো। চলতি বছরের জুন মাসে ফুলবাগান অবধি পরিষেবা চালু হয়।

আরও পড়ুন-Forensic team: নদিয়ার হাঁসখালিতে শবযাত্রায় দুর্ঘটনা, এবার তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক দল

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও পার্ক এলাকায় কখনও নির্মাণকার্য চালানো যায় না। পাশাপাশি পার্কের ভিতরে কোনও হাসপাতাল বা বিদ্যালয়ও করা যায় না। যদিও সেই সমস্ত নির্দেশকে অমান্য করে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক সংস্থা গড়ে উঠেছে। আর সেই নির্দেশকে কেন্দ্র করেই আবার শিয়ালদহ মেট্রোরেলের বিরুদ্ধে মামলা। মামলাকারীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে কর্তৃপক্ষ তাদের নির্মাণকার্য চালাচ্ছে। মেট্রোরেল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায়েকে অবমাননা করছে। যার জেরেই এই মামলা।