এবার গেরস্থের বিছানায় গজরাজ, আতঙ্কের রাত ভুলতে পারছেন না মিনতি দেবী

0
37

খাস প্রতিবেদন: প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ডিনার সেরে শুয়ে পড়েছিলেন মিনতিদেবী৷ মিনতি রায় (৫৫)৷ স্বামী অনেকদিন আগেই পরলোক গমন করেছেন৷ বাড়িতে এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে মিনতিদেবীর সংসার। মেয়ে পূজা গিয়েছিলেন একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে৷ তাই রাত না জেগে ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলেন তিনি৷

রাত তখন ১ টা৷ গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বছর পঞ্চান্নর মিনতি রায়। বাড়ির মধ্যে খড়খড় আওয়াজ৷ তবে কি চোর এলো নাকি! আতঙ্কে চোখের পাতা খুলতেই হাড় হিম হওয়ার জোগাড়! কারণ, বেডের কাছে দাঁড়িয়ে রয়েছে অতিকায় কালো এক গজরাজ! বলছিলেন, ‘‘ঘুম চোখে ভুল দেখছি না তো! চোখ কচলে দেখলাম, ঠিকই দেখেছি৷ মাথাও কাজ করছিল না! এদিকে শুঁড়ে করে ঘর তছনছ করে চলেছে গজরাজ৷ কোনওমতে ছেলেকে ঘুমন্ত অবস্থায় তুলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি!’’

- Advertisement -

বুধবার সকালেও তাড়া করে বেড়াচ্ছে মঙ্গলবার রাতের সেই আতঙ্ক৷ জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকার ঘটনা৷ মিনতিদেবীর চিল চিৎকারে ছুটে আসেন পড়শিরা। তাঁদের চেঁচামেচিতে শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে পিঠটান দেয় গজরাজ৷ ততক্ষণে ঘরের যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ হয়ে গিয়েছে৷ পাশে থাকা রান্নাঘরটিও ধ্বংসস্তুপে পরিণত! খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। বাসিন্দারা বলছেন, মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া জনবসতি এলাকায় ঢুকে পড়ে হাতির দল৷ খাবারের খোঁজে বাড়িতে হানাও দেয়৷ তা বলে একেবারে বাড়ির পাঁচিল ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম৷ আবার একটা রাত আসছে৷ স্বভাবতই আতঙ্ক ঘন হচ্ছে বাসিন্দাদের মনে৷

আরও পড়ুন: যে কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ: ফের বাড়বে চালের দাম- কারণটা জানেন