মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ: ফের বাড়বে চালের দাম- কারণটা জানেন

0
56

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: একই জেলা, অথচ দুই প্রান্তে দুই ভিন্ন চিত্র৷ জলাভাবে একাংশের মানুষ এবারে ধানচাষই ঠিকভাবে করে উঠতে পারেননি৷ আরেকটি প্রান্তের মানুষ দামোদরের জলের দৌলতে ধানের চারা লাগিয়ে মেহনত করে মাঠ ভরা ধান ফলিয়েছিলেন, প্রকৃতির খামখেয়ালীপনায় চোখের পলকে সেই ফলনও পন্ডশ্রম হতে বসেছে৷ সোমবার বিকেলে আকাশ কালো করে আচমকা ধেয়ে আসা ঝোড়ো হাওয়া আর ঝমঝমে বৃষ্টির শোক কিছুতেই ভুলতে পারছেন না বাঁকুড়ার দক্ষিণ দামোদর এলাকার কৃষিজীবীরা৷

কারণ, চোখের পলকে বিঘার পর বিঘা বোরো ধানের জমি জলের তলায়। আর বেশ কিছু জমির ধান জমিতেই নুইয়ে পড়েছে। সোমবার বিকেলের কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে ইন্দাসের শিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুরানী পুষ্করিনী, করিশুণ্ডা এলাকার বিঘার পর বিঘার জমির বোরো ধান৷ মাথায় হাত সংশ্লিষ্ট চাষিদের। শুকনো করার জন্য পাকা ধান কেটে রাখা হয়েছিল জমিতে। সেই জমি এখন জলের তলায়৷ পাকাধান রীতিমতো ভাসছে সেই জলে৷ অবশিষ্ট বাঁচাতে নাওয়া খাওয়া ভুলে জল থৈ থৈ জমি থেকে সেই পাকা ধান তুলছেন চাষিরা৷

- Advertisement -

গায়ে গতরে খেটে ফলানো ফসল এভারে জলে যেতে বসায় চোখ দিয়ে টস টস করে জ্বল গড়াচ্ছে শেখ নজরুল ইসলাম, মানিক রুইদাসরা। শেষ মুহূর্তে এসে এভাবে প্রকৃতির রোষানলে পড়তে হবে, কল্পনাও করতে পারেননি তাঁরা৷ কান্না ভেজা গলায় বলছিলেন, মাত্র কিছুক্ষণের ঝড় আর বৃষ্টি৷ কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে সব শেষ হয়ে গেল বাবু! বিশাল ক্ষতি হয়ে গেল! কাটা ধান জলে ভাসছে, আর বাকি ধান জমিতেই নুইয়ে পড়েছে। এখন বোরো চাষের জন্য নেওয়া ঋণ কিভাবে শোধ হবে আর কিভাবে দৈনন্দিন সংসার খরচ চলবে, সেটাই ভেবে কুল খুঁজে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত চাষিরা৷

বস্তুত, জলাভাবে এবারে জেলার একটা অংশে বোরো চাষ করতে পারেননি চাষিরা৷ তার ওপর কালবৈশাখীর দাপটে বোরো চাষের এই বিপুল ক্ষতি৷ যার ফলে ধান উৎপাদনের ঘাটতির রেশ মধ্যবিত্তের পকেটেও টান ফেলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ ওই মহলের মতে, প্রকৃতির খামখেয়ালীপনায় আগের তুলনায় ধান উৎপাদন কমছে৷ যার ফলে কেজি প্রতি ৩০ টাকার চাল এখন কিনতে হচ্ছে ৪৬-৪৮ টাকায়৷ বোরো ধানের বিপুল ক্ষতির জেরে আগামীদিনে ধানের দাম আরও বাড়তে পারে বলেই মত সংশ্লিষ্ট মহলের৷

আরও পড়ুন: ‘হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন, এরপরে বাসে করে যাবেন’ নাম না করে মমতাকে ব্যঙ্গ দিলীপ ঘোষের

আরও পড়ুন: Weather Forecast Today: বঙ্গোপসাগরে ঘূর্ণাবত, ফের কি ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি- কি বলছে হাওয়া অফিস