গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি নির্মাণ, জবরদখকারীদের হঠাতে রাতভর অভিযান

0
61

ইসলামপুর: পঞ্চায়েত ভোটের আগে এবার সরকারি জমি দখল মুক্ত করতে অভিযান৷ উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভা (Islampur Municipality) বৃহস্পতিবার রাতভর অভিযান চালায়৷ যা নিয়ে রীতিমতো বিতর্কও শুরু হয়েছে ৷ নির্দেশিকার পরেও জবরদখকারীরা(unlawful occupier) জায়গা খালি না করায় কড়া পদক্ষেপ নিয়েছেন পৌরকর্তারা৷ আর তারই অঙ্গ হিসেবে ইসলামপুর বাজারে অভিযান চলে৷ জায়গা খালি করতে বেআইনি নির্মাণগুলি (illegal construction) ভেঙে ফেলা হয়৷

ভরা বাজারে জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণ (illegal construction)। সরকারি জমি ও পথ দখলমুক্ত করতে অভিযান চালায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভা। পৌরসভা সূত্রে খবর, উচ্ছেদ অভিযান শুরুর আগেই বিজ্ঞপ্তি দিয়েও জানানো হয়েছিল। সময় দেওয়া হয়েছিল জবরদখলকারীরা (unlawful occupier) যাতে তাঁদের পণ্য সামগ্রী সরিয়ে নিতে পারেন।

- Advertisement -

 আরও পড়ুন:শুভেন্দুর কম্বল প্রদান অনুষ্ঠানে পদপিষ্টে মৃত্যু, সস্ত্রীক বিজেপি নেতার বিরুদ্ধে খুনের অনিচ্ছাকৃত অভিযোগ

ইসলামপুর পৌসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলামের বক্তব্য, বাজারে যাতায়াতের পথ এবং সরকারি জমি দখলমুক্ত করার জন্য তাঁদের এমন অভিযান৷ আর সেই কাজের জন্যই ভাঙতে হয়েছে কিছু বেআইনি নির্মাণ (illegal construction)৷ ব্যবসায়ীদের নিজেদের দোকানের মধ্যেই পণ্যসামগ্রী রাখতে অনুরোধ করেছেন৷ একই সঙ্গে যাঁদের নিজস্ব দোকানঘর নেই, তাঁদের ছোট করে দোকান খোলার কথাও জানান৷ কাউকেই উচ্ছেদ করার কোনওরকম অভিপ্রায় যে পৌরকর্তাদের নেই সেই বার্তাও দেওয়া হয়েছে এদিন৷

পৌরসভার নির্দেশিকার পরও যাঁরা জায়গা বা দোকান খালি করেনি সেই সমস্ত এলাকাগুলি দখলমুক্ত করার অভিযান চলেছে রাতভর। পৌর অভিযানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কিছু দোকান। মূলত বেআইনি নির্মাণ (illegal construction) ভাঙার প্রভাব পড়েছে বেশ কিছু দোকানে৷ স্বভাবতই ভুক্তভোগীরা তাঁদের ক্ষতির জন্য পৌরকর্তাদেরই কাঠগড়ায় তুলেছেন। দোকানের পণ্যসামগ্রী লুঠ হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কিছু ব্যবসায়ী৷ ইসলামপুর বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী সুজিত মণ্ডলের অভিযোগ, বেছে বেছে কিছু এলাকারই নির্মাণ গুলি ভাঙা হয়েছে৷

 আরও পড়ুন:শুভেন্দুর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, কাঠগড়ায় বিজেপি

বেআইনি নির্মাণ(illegal construction) ও আগ্রাসনের ধাক্কায় ইসলামপুর বাজার সংলগ্ন রাস্তায় নিত্যদিন হয় যানজট। শুধু পথচারীদের ভোগান্তিই নয়, গন্তব্যে পৌঁছতেও রীতিমতো নাভিশ্বাস ছুটতো নিত্যযাত্রীদের। পৌরকর্তাদের বক্তব্য, ইসলামপুর শহরকে সুন্দর দেখতে চান সবাই। তাই মানুষের স্বতস্ফুর্ত আবেদনে সাড়া দিয়েই দখলমুক্ত করা হচ্ছে সরকারি জমি৷ আগামী দিনেও এমন অভিযান চালান হবে৷