আপাতত স্বস্তিতেই শুভেন্দু, রাজ্যকে এফআইআরের নির্দেশ দিল না আদালত

0
50
Suvendu Adhikari

কলকাতা: আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না৷ ঘরে-বাইরে এমন প্রশ্নের মুখে রাজ্য৷ এমন আবহে শীর্ষ আদালতের পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য৷ তবে এই বিষয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে এখনই এফআইআর করা যাবে না বলে জানিয়ে দিলেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত৷ বিচারপতি জানিয়েছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে চাইলে রাজ্যকে যথাযথ বেঞ্চে যেতে হবে। এ নিয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না৷

বস্তুত, বিভিন্ন ঘটনায় রাজ্যের বিভিন্ন থানা এলাকায় শুভেন্দুর বিরুদ্ধে ২৬টি এফআইআর রুজু করেছিল পুলিশ। ওই ২৬টি এফআইআরের ওপর সম্প্রতি স্থগিতাদেশ জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। একই সঙ্গে বিচারপতির নির্দেশ ছিল, ভবিষ্যতে শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। স্বভাবতই, আসানসোলের ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে রাজ্যের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

- Advertisement -

এরপরই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের নির্দেশ পরিবর্তন করার আর্জি জানানো হয়। রাজ্যের তরফে জানানো হয়, আসানসোলে ঘটনাটি গুরুতর৷ এক্ষেত্রে এফআইআর জরুরি৷ সূত্রের খবর: পাল্টা হিসেবে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কাছে জানতে চান, প্রাথমিক তদন্ত হয়েছে? ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে৷ রাজ্যের তরফে আদালতের কাছে সুস্পষ্ট কোনও জবাব না দিতে পারায় বিচারপতি অন্তর্বর্তী কোনও নির্দেশ দেননি৷ ফলে স্বস্তিতে বিরোধী দলনেতা৷

বস্তুত, বুধবার আসানসোলে বিজেপির কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে পুলিশের তরফে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ৷

আরও পড়ুন: মেডিক্যাল কাউন্সিলের ভোটে কারচুপি, নথি সংগ্রহে এল প্রতিনিধি দল