ভ্যাকসিনেশনে স্বজনপোষণের অভিযোগে ধুন্ধুমার কাণ্ড

0
62

হাওড়া: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর এবার টিকা নিয়ে স্বজনপোষণ, বিতর্ক যেন থামতেই চাইছে না এই রাজ্যে৷ আজ সকালে হাওড়া ময়দানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির শাখা কেন্দ্রে ভ্যাকসিনের টোকেন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন, ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ রাজ্যের

- Advertisement -

বহু মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিলেও শংসাপত্র পাননি, অনেকে আবার বারংবার আবেদন করেও ভ্যাকসিন পাননি। টিকাকরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগও উঠতে শুরু করে একপক্ষের বিরুদ্ধে। ক্রমেই অভিযোগ এবং পাল্টা অভিযোগে শুরু হয় বচসা। ঘটনাস্থলে বিজেপি এবং তৃণমূলের নেতারা উপস্থিত থাকলেও কেউই তাঁদের দলীয় স্লোগান দেননি কিংবা দলীয় পতাকা ব্যবহার করেননি।

উপস্থিত একপক্ষ দাবি করে, ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ তো হচ্ছেই, পাশাপাশি অনৈতিকভাবে বিক্রিও করা হচ্ছে টিকাগুলিকে। অন্যপক্ষ যথারীতি দেই অভিযোগ নস্যাৎ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় হাওড়া থানার পুলিশ। প্রশাসনের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

পুলিশ জানিয়েছে, কোনও অশান্তি হয়নি। বড়ো কোনও গন্ডগোল হয়নি। কেউ কোনও লিখিত অভিযোগও জানায়নি। কর্তৃপক্ষের হস্তক্ষেপেই সমস্যা মিটে গিয়েছে। এ প্রসঙ্গে রেডক্রস সোসাইটির কর্ণধার চিকিৎসক সুজয় চক্রবর্তী বলেন, ‘অনেকে অনেক কিছুই বলতে পারেন। কিন্তু রেড ক্রস সোসাইটি পক্ষপাতিত্ব করে না। আমরা রাজনৈতিক পরিচয় দেখে কাজ করি না।’

আরও পড়ুন, অটুট থাকুক বন্ধুত্ব! মাস্ক-ডিমসেদ্ধ বিনিময় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের

তিনি আরও বলেন, ‘ যাঁরা আগের দিনের ভ্যাকসিন নেওয়ার পরেও এসএমএস পাননি তাদের চিহ্নিত করে ডেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর পাশাপাশি তারা যাতে সার্টিফিকেট পান সেই ব্যবস্থাও করা হয়েছে। কোনও গন্ডগোল হয়নি।’