Egra blast : ভানুকে ওড়িশা পালাতে পুলিশই কি সেফ প্যাসেজ দিয়েছিল? বড় প্রশ্ন দিলীপের

0
53

মিলন পণ্ডা, এগরা: লক্ষ্মীবারে এগরার বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন মেদিনীপুরে সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে যান দিলীপ৷ বিস্ফোরণে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন৷ সেখানেই রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি৷

আরও পড়ুন: যে কারণে মুখ পুড়ল রাজ্যের, বাংলাতেও দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’

- Advertisement -

বস্তুত, এগরার বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগকে এদিনই ওড়িশার কটকের একটি বেসরকারি নার্সিংহোম থেকে গ্রেফতার করেছে সিআইডি৷ দিলীপের প্রশ্ন, এত বড় ঘটনার পর আহত অবস্থায় ভানু পালালো কি করে? ওড়িশা পালাতে পুলিশই কি সেফ প্যাসেজ দিয়েছিল? যে মুখ্যমন্ত্রী আদালতের নির্দেশ ছাড়া কোনও ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নাক গলাতে দেন না, তিনি আদালতের নির্দেশ আসার আগেই কেন এনআইএ তদন্তের কথা বললেন, সেই প্রশ্নও ফের সামনে আনেন দিলীপ৷

আরও পড়ুন: Egra blast: ‘২০০ টাকার মামলা! সরকার ইচ্ছাকৃতভাবে অপরাধীদের উৎসাহ দিচ্ছে’ বড় প্রশ্ন দিলীপ ঘোষের

খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই৷ দিলীপের দাবি, ‘‘ ক্ষতবিক্ষত অবস্থায় ওড়িশা চলে গেল। পুলিশ বুঝতে সময় লেগে গেল! যেমন কেষ্ট মণ্ডলকে ধরতে সময় লেগেছিল, তার মেয়েকে ধরতেও সময় লেগেছিল। অপরাধীদের গায়ে হাত দেবে না এই সরকার। বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এ হচ্ছে ডিম পাড়া হাঁস।’’

বাংলার গরিব মানুষের জীবন বিপদের মধ্যে আছে-দাবি করে দিলীপের অভিযোগ, বাজি কারখানায় কম বয়সী ছেলেরাও কাজ করতো। ১৭-১৮ জন কাজ করছিল। সরকার সংখ্যাটা কমিয়ে দেখাচ্ছে৷ অভিযুক্তদের লঘু ধারা দেওয়া হয়েছে। যাতে খুব তাড়াতাড়ি তারা জামিন পেয়ে যায়৷

আরও পড়ুন: ‘প্রচার সর্বস্ব’ বিচারপতিদের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল? কি বললেন তৃণমূল বিধায়ক

বস্তুত, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম৷ বিস্ফোরণের দাপটে সংশ্লিষ্ট বাড়িটি ধুলিসাৎ হয়ে যায়৷ ছিন্ন ভিন্ন হয়ে যায় বাড়ির ভেতরে থাকা কর্মীদের দেহ৷ বাইরে ছিটকে এসে পড়ে ঝলসানো দেহ৷ টিভির পর্দায় সেই ছবি দেখে শিউড়ে ওঠে সমগ্র রাজ্যবাসী৷ সরকারিভাবে ওই ঘটনায় নিহতের সংখ্যা ৯ জন৷ জখম একাধিক জন৷ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ভানু৷ অবশেষে গ্রেফতার৷ তবে দিলীপের সুরেই স্থানীয়দের বলতে শোনা গিয়েছে, পুলিশ কেন মামলাকে লঘু করতে চাইছে? তাহলে কি নেপথ্যে অন্য কোনও রহস্য?

আরও পড়ুন: শুভেন্দু ফিরতেই বাঁকুড়ায় অভিষেক, দেখে নিন দিনভরের প্ল্যানিং