দিল্লি-হায়দ্রাবাদ মরিয়া প্রমাণ করিতেছে তারা মরে নাই

0
34

বিশ্বদীপ ব্যানার্জি: একটি দল ইতিমধ্যেই শীর্ষ স্থান পাকা করে ফেলেছে। দুটি দল বিদায় নিয়েছ। বাকি ৭টি দল লড়ছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য। তবে এই মুহূর্তে যা অবস্থা তাতে বিদায় নেওয়া দুটি দলই গুরুত্বপূর্ণ হতে পারে টুর্নামেন্টের নিরিখে। অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: ঘরের মাঠেই সমর্থন পেলেন না নবীন, কোহলির নাম করে বিদ্রূপ লখনউয়ের দর্শকদের

- Advertisement -

টুর্নামেন্টের বিজনেস এন্ড শুরু হয়ে গিয়েছে। আর পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করা দুটি দলের হাতেই রয়েছে বাকিদের ভাগ্য। যদি তারা ওপরে থাকা দলগুলিকে হারিয়ে দেয়, তাহলে তাদের-ও প্লে অফে ওঠার আশা শেষ হয়ে যাবে। সব মিলিয়ে লিগ পর্বের শেষ মুহূর্তে এখন শুধুই জায়ান্ট কিলারদের খেলা।

বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে উঠতে পারে এই জায়ান্ট কিলার। বৃহস্পতিবার তারা নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এরপর রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের খেলা। অরেঞ্জ আর্মি যদি এই দুই দলকেই হারিয়ে দেয়, ওলটপালট হয়ে যাবে পয়েন্ট টেবিল। বিশেষ করে আরসিবির প্লে অফে কোয়ালিফাই করার স্বপ্ন কার্যত ভেঙে যেতে পারে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অবশ্য কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। তখন আবার অন্য দলগুলোর পালে বাতাস লাগবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস আর একটিই ম্যাচ খেলবে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সে ম্যাচে পন্টিংয়ের ছেলেদের জয় মানে ধোনিরা প্রথম দুইয়ে শেষ করতে পারবেন না। অর্থাৎ এলিমিনেটর খেলতে হবে তাঁদের। তাছাড়া সদ্য বুধবারই পাঞ্জাব কিংসকে হারিয়ে ধাক্কা দিয়েছে তাদের প্লে অফে পৌঁছনোর স্বপ্নে। দিল্লি-হায়দ্রাবাদ মরিয়া প্রমাণ করিতেছে তারা মরে নাই।