যে কারণে মুখ পুড়ল রাজ্যের, বাংলাতেও দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’

0
43

খাস প্রতিবেদন: ধোপে টিকল না রাজ্যের নিষেধাজ্ঞা৷ গত ৫ মে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটিকে এরাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ রীতিমতো সাংবাদিক বৈঠক করে সেকথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের যুক্তি ছিল, ছবিকে কেন্দ্র করে অশান্তি তৈরি হতে পারে, তাই এমন নির্দেশ৷ পাল্টা হিসেবে শীর্ষ আদালতে গিয়েছিলেন ছবির নির্মাতারা। আজ মামলার শুনানিতে রাজ্যের আপত্তি উড়িয়ে দিয়ে আদালত জানিয়েছে, ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন ঘিরে দেশের কোথাও তেমন অশান্তির খবর নেই৷ তাই রাজ্যের যুক্তি ভিত্তিহীন৷

আরও পড়ুন: শুভেন্দু ফিরতেই বাঁকুড়ায় অভিষেক, দেখে নিন দিনভরের প্ল্যানিং

- Advertisement -

বস্তুত, ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে নিষিদ্ধ করার পর থেকেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়৷ এমনকি সিনেমাটি নিষিদ্ধ করে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টারও অভিযোগ ওঠে৷ এদিন আদালতের পর্যবেক্ষণেই সেই বিষয়টি উঠে আসে৷ দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, শুধুমাত্র ভাবনার ভিত্তিতে এভাবে কোনও ছবিকে নিষিদ্ধ করা যায় না৷ ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। অর্থাৎ নতুন করে কোনও নির্দেশ পরিবর্তিত না হলে ততদিন বাংলার হলেও দেখা যাবে এই বিতর্কিত সিনেমা৷

আরও পড়ুন: Egra blast: ‘২০০ টাকার মামলা! সরকার ইচ্ছাকৃতভাবে অপরাধীদের উৎসাহ দিচ্ছে’ বড় প্রশ্ন দিলীপ ঘোষের

শীর্ষ আদালতের রায় সামনে আসতেই একদিকে যেমন ছবির নির্মাতার খুশি তেমনই অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কৌশলী মন্তব্য, ‘‘অশান্তি এড়াতে আগে থেকে রাজ্য সতর্কতা অবলম্বন করতে চেয়েছিল৷ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর এ বার কোথাও কিছু হলে সেই দায় আর রাজ্যের নয়।’’ অন্যদিকে উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যে ছবিটিকে করমুক্ত করা হয়েছে। ছবিটিকে প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে বাংলার গেরুয়া নেতারা নতুন কোনও পদক্ষেপ নেন কি না, সেটাই এখন দেখার৷

আরও পড়ুন: ‘প্রচার সর্বস্ব’ বিচারপতিদের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল? কি বললেন তৃণমূল বিধায়ক