corona vaccine: টিকার বদলে জুটল সিভিক ভলানটিয়ারের মার, বৃদ্ধের মৃত্যুতে তুলকালাম কাণ্ড হাসপাতালে

0
78

চাঁচল: করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে। আর সেই করোনার হাত থেকে বাঁচতেই টিকা নিতে গিয়েছিলেন বৃদ্ধ। কিন্তু শেষ রক্ষা হল না। টিকাকরণ কেন্দ্র থেকে ফিরল তাঁর নিথর দেহ। টিকাকরণ কেন্দ্রে তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদহের চাঁচল ২ব্লকের ধানগাড়া বিষণপুর হাই মাদ্রাসা ইস্কুলের চত্বরে।

আরও পড়ুনঃ Market: পুজোর মুখে ফের দাম বাড়ল ইলিশের, মন খারাপ বাঙালির

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম আরজাউল হক (৬৫)। বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের এলাঙ্গী গ্রামে। বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে বিষনপুরের হাই মাদ্রাসাতে টিকা দিতে গিয়েছিলেন তিনি। টিকাকেন্দ্রে তখন খুবই ভিড়। অভিযোগ, অনেকে আবার লাইনে না দাঁড়িয়ে প্রভাব খাটিয়ে আগেভাগে টিকা নিয়ে চলে যাচ্ছিলেন। নিজেদের পরিচিত লোককে লাইনের বাইরে দ্রুত টিকা নিতে পাঠাচ্ছিলেন সিভিক ভলেন্টিয়াররা। তা নিয়েই ভলেন্টিয়ারদের সঙ্গে বিবাদ বাধে আরজাউলের। এরপরই তিন সিভিক ভলেন্টিয়ার তাঁকে মারধর করে। মারের চোটে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মশালদহ হাসপাতালে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ Jalpaiguri: রাস্তা আটকে চাঁদার নামে জুলুমবাজি, কাঠগড়ায় তৃণমূল নেত্রী, নীরব প্রশাসন

ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাসপাতালের সামনেই দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনীএসডিপিও শুভেন্দু মণ্ডলও গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর এই ঘটনায় তদন্তের আশ্বাস দেন তিনি। আশ্বাস পেয়ে রাত ১০টার সময় বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

যদিও সিভিক ভলেন্টিয়ারদের মারে ওই বৃদ্ধের যে মৃত্যু হয়েছে সেকথা অস্বীকার করেছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি জানান, সিভিক পুলিশের মারে ওই বৃদ্ধের মৃত্যু হয়নি। তাঁকে কেউ মারধর করেনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের। অকারণ উত্তেজনা তৈরি করছেন কিছু মানুষ।