Prashant Kishor : লখিমপুর খেরির ঘটনায় সক্রিয় প্রতিবাদে কংগ্রেসের পুনরুজ্জীবনের আশা দেখছেন ভোটকুশলী

0
48
Prashant Kishore

খাস খবর ডেস্ক : ভোটকুশলী প্রশান্ত কিশোর শুক্রবার সকালে একটি টুইট করে কংগ্রেসের সঙ্গে যোগদানের ইঙ্গিত দিয়েছেন কারণ তিনি উত্তরপ্রদেশের লখিমপুরে আটটি মৃত্যুর প্রতি সাম্প্রতিক বিক্ষোভকে “GOP (গ্র্যান্ড ওল্ড পার্টি) নেতৃত্বাধীন বিরোধী দলের পুনরুজ্জীবন” হিসেবে দেখছেন। প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছিল এবং দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছিল চলতি সপ্তাহে রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির অশান্তির বিরুদ্ধে বিক্ষোভ করার জন্যে।  

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : মোদীজি আপনি চুপ কেন, কিছু তো বলুন : কপিল সিব্বাল

- Advertisement -

লখিমপুর খেরির ঘটনার উপর ভিত্তি করে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলের একটি দ্রুত, স্বতঃস্ফূর্ত পুনরুজ্জীবনের জন্য মানুষ নিজেদেরকে একটি বড় হতাশার থেকে মুক্ত করতে পেরেছে। দুর্ভাগ্যবশত কংগ্রেসের গভীর-বদ্ধ সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার দ্রুত সমাধানের কোনও উপায় নেই,” বলেছেন প্রশান্ত কিশোর। 

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : কেন্দ্রীয় সরকার দেখিয়ে দিচ্ছে ক্ষমতায় থাকলে সব কিছু করা যায় বললেন প্রিয়াঙ্কা গান্ধী

জুলাই মাসে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা জোরালো হয়েছিল যখন তিনি দিল্লিতে গান্ধীদের সঙ্গে দেখা করেছিলেন। শুক্রবারের কংগ্রেস সম্পর্কে প্রশান্ত কিশোরের এহেন মন্তব্যের পর তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে সম্ভাবনা আরও জোরালো হল বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছিল।