Market: পুজোর মুখে ফের দাম বাড়ল ইলিশের, মন খারাপ বাঙালির

0
46

খাস খবর ডেস্ক: মাছে ভাতে বাঙালির, সব থেকে প্রিয় মাছ যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এ রাজ্যের সকলেই একসুরে বলে উঠবে ইলিশ। সে ইলিশ পাতুরি হোক কিংবা সরষে ইলিশ। ভাপা ইলিশ অথবা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশের যে কোন পথেই বাঙালির রসনা তৃপ্তি। তবে মনে মনে ইলিশ মাছের এতসব পদ খাওয়ার বাসনা মনে পুষে রাখলেও দামের জন্য বাদ সাধছে বাঙালির।

আরও পড়ুনঃ Jalpaiguri: রাস্তা আটকে চাঁদার নামে জুলুমবাজি, কাঠগড়ায় তৃণমূল নেত্রী, নীরব প্রশাসন

- Advertisement -

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালি মজবে উৎসবের মেজাজে। তবে পুজোর আগে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের একই অবস্থা। চলতি মরশুমে এক টুকরো রুপোলি শস্য পাওয়ার জন্য হা-হুতাশ করছেন খাদ্য রসিক বাঙালিরা। তবুও খাবারের পাতে তার দেখা নেই। ইলিশ মাছের চাহিদা তুঙ্গে থাকলেও যোগানে ভাটা হওয়ার কারণে, বড় সাইজের ইলিশের দেখা মেলেনি বাজারে। সবজির দাম কার্যত আগুন। ৪০ টাকার কমে কোনও আনাজ মিলছে না। দাম বেড়েছে মাংসেরও।

আরও পড়ুনঃ jhargram: চিড়িয়াখানা থেকে উধাও বাঘ, আতঙ্কে তটস্থ জঙ্গলমহল

জ্যোতি আলু ১০-১২ টাকা প্রতি কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ৬-৮ টাকা), চন্দ্রমুখী আলু ১৫-১৮ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১২-১৫ টাকা)। পেঁয়াজ প্রতি কিলো ৩৫-৪০ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ২৫-৩০ টাকা), আদা প্রতি কিলো ১৫০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ১০০ টাকা ঢ্যাঁড়স প্রতি কিলো ৫০ টাকা, পটল প্রতি কিলো ৫০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা কিলো, ঝিঙা ৫০-৬০ টাকা কিলো, কাঁকরোল ৫০ টাকা কিলো, বরবটি ৮০ টাকা কিলো, সজনে ১০০ টাকা কিলো। উচ্ছে প্রতি কিলো ৬০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২৫ টাকা, লাউ প্রতি কিলো ৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা কিলো, গাজর প্রতি কিলো ৪০ টাকা, টমেটো প্রতি কিলো ৪০ টাকা। বাঁধাকপি প্রতি কেজি ১৫-২০ টাকা, ফুলকপি ১৫-২০ টাকা পিস, গাঁটি কচু ৪০ টাকা কিলো, শসা ৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো।

পাশাপাশি, চোখ রাখা যাক মাছ বাজারে। তেলাপিয়া মাছ প্রতি কেজি ১০০-১২০ টাকা, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৮০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, পার্শে ২৫০-৩৫০ টাকা, মৌরোলা ৪০০ টাকা, ট্যাংরা মাছ ১২০-১৮০ টাকা কেজি, গলদা চিংড়ি প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৫৫০-৭০০ টাকা। রুই মাছ (গোটা) প্রতি কেজি ১৬০-১৮০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কেজি ১৮০-২২০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কেজি ২২০-২৬০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, ভেটকি মাছ প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, ৬০০ গ্ৰাম থেকে প্রায় ১ কেজি ওজনের ইলিশের দাম ৬০০-৮৫০ টাকা কেজি। মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২০-১৪০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ১৬০-১৮০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৬৫০-৭২০ টাকা।