Bonus: মিলল না বোনাস, মন ভাল নেই চা শ্রমিকদের

0
58

খাস খবর ডেস্ক: দেখতে দেখতে পুজো চলে এল, মাঝে মাত্র কটা দিন বাকি। তারপরেই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। প্রকৃতি আহ্বান জানাচ্ছে দেবী দুর্গাকে। প্যান্ডেলে প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু পুজোর মুখেই ভেস্তে গেল চোপড়ার চা ফ্যাক্টরি শ্রমিকদের বোনাসের সভা। ফলে বটলিফ ফ্যাক্টরির সামনে বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা।

আরও পড়ুনঃ Habra: দেড় মাস ধরে জলমগ্ন এলাকা, রাস্তায় চলছে নৌকো, পুজোর আনন্দ এখানে বিলাসিতা

- Advertisement -

শুক্রবার TIPA তে বটলিফ ফ্যাক্টরির মালিকদের নিয়ে শ্রমিক সংগঠনের পুজোর বোনাসের মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণবশত বাতিল হয়ে যায় সেই সভা। তার জেরে, শুক্রবার সকালে রায়বাড়ি চা ফ্যাক্টরি, দাসপাড়া, কৈলাশগিড়ি চা ফ্যাক্টরি সহ বেশ কয়েকটি ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করতে দেখা যায় শ্রমিকদের। গেট মিটিংয়ের মধ্যে দিয়ে এদিন তারা একঘন্টা প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুনঃ corona vaccine: টিকার বদলে জুটল সিভিক ভলানটিয়ারের মার, বৃদ্ধের মৃত্যুতে তুলকালাম কাণ্ড হাসপাতালে

চা বাগান মজদুর ইউনিয়নের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক কালু সিংহ বলেন, গত ৭ অক্টোবর টেরাই ইন্ডিয়ান প্লান্টার্স অ্যাসোসিয়েশনের অফিসে উত্তর দিনাজপুরের ৩৭ টি বটলিফ ফ্যাক্টরির মালিক, শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের নিয়ে এই বছরের পুজোর বোনাস নিয়ে আলোচনা সভার সময় ধার্য হয়। কিন্তু একটি মাত্র ফ্যাক্টরির ম্যানেজার ছাড়া অন্য কোন মালিকপক্ষ এ দিনের এই সভায় উপস্থিত না থাকায় বাতিল হয়ে যায় বোনাস সভা। তারপর থেকেই শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এমিতেই দেশ জুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। তারওপর আবার পুজোর মরশুমে। এই সংকটের মুহূর্তে কিভাবে তাঁরা উৎসবে সামিল হবেন সেই আশঙ্কায় প্রহর গুনছিলেন। অবশেষে সমস্ত মিটিং ভেস্তে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা। তাঁদের দাবি, অবিলম্বে কুড়ি শতাংশ হারে অতিসত্বর বোনাস পরিশোধ করে দেওয়া হোক। অন্যথায় তাঁরা কাজ বন্ধ করে দিয়ে ফ্যাক্টরির গেটে তালা লাগিয়ে ধর্নায় বসবেন।