Death: এয়ারপোর্ট চত্বরের মাঠ থেকে উদ্ধার কিশোর কিশোরীর দেহ, তীব্র চাঞ্চল্য এলাকায়

0
381

মালদহ: জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার সকালে এক কিশোর কিশোরীর দেহ উদ্ধার হয় মালদহের ইংরেজবাজার এয়ারপোর্ট চত্বরের মাঠে। এটি খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ ATS: রোহিঙ্গাদের বাড়বাড়ন্তের জল্পনা উস্কে ফের পুলিশের জালে দুই বাংলাদেশি

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রনি দাস (২২)। ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লীর বাসিন্দা। যুবতীর নাম শাম্বিকা রায় (১৮)। ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে জোড়া যুগলের মৃতদেহ নজরে আসে বাসিন্দাদের। মৃতদেহে আঘাত ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পাশেই পড়েছিল ওই যুবকের বাইক।

আরও পড়ুনঃ Mysterious death: আবাসনের ছাদে মহিলার ঝুলন্ত দেহ, খুন না অবসাদে আত্মহত্যা……

যুবকের পরিবারের অনুমান, খুন করা হয়েছে দুজনকে। মৃত যুবক স্থানীয় আইটিআই কলেজে পাঠরত ছিলেন বলে জানা গিয়েছে। ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ।

২০০৩সালে নিমাই সরাই রেল গেটের কাছে প্রেম দিবসের দিন প্রেমিক প্রেমিকার মৃত দেহ পাওয়া যায়। সেটি খুন না দুর্ঘটনা ছিল, তা নিয়ে এখনও বিতর্ক থেকে গেছে। তার মধ্যেই আবার জোড়া দেহ উদ্ধার। তবে মানুষের অভিমত এয়ারপোর্টের মাঠে যে প্রেমিক প্রেমিকাদের মুক্তাঞ্ছল সহ দুষ্কৃতিদের ঘাটি প্রশাসনের জানা সত্বেও তা বন্ধ করার ব্যবস্থা কেও নেয় না।

এদিকে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম টোটন মণ্ডল (২১)। প্রেমঘটিত কারণে খুন করা হয়েছে তাদের ছেলেকে দাবি পরিবারের। সোমবার বিকেলে স্থানীয় একটি আমবাগান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ প্রেমঘটিত কারণে যে মেয়ের বাড়ির পরিবার তাকে খুন করেছে।

অন্যদিকে মেয়ের বাড়ির অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে উত্ত্যক্ত করত ওই যুবক। এই নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। সম্প্রতি স্কুল খোলার পড়ে স্কুল থেকে আসার পথে ওই যুবতীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। এছাড়াও বেশ কয়েকবার বাড়িতে চড়াও হয়ে মেয়ের শ্রীলতাহানি চেষ্টা করে ওই যুবক। থানায় লিখিত অভিযোগ করেছেন এই নিয়ে অভিযোগ মেয়ের মায়ের।