Booster dose: এখনই বুস্টার ডোজের প্রয়োজন নেই, জানালেন ICMR প্রধান

0
165

খাস খবর ডেস্ক: প্রায় দুই বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই করোনা মহামারী। আর এই মহামারীর জেরে বিপর্যস্ত জনজীবন। তবে দুই বছর কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বিশ্ব। আর এই ভাইরাসের সঙ্গে লড়তে একমাত্র অস্ত্র হল ভ্যাকসিন। আর এই ভাইরাসের হাত থেকে বাঁচতে ভ্যাকসিনের পাশাপাশি মানতে হবে সামাজিক দূরত্বও। তবে উৎসবের মরশুমে ফের বেড়েছিল করোনা পরিসংখ্যান। যার জেরে বেশ চিন্তায় পড়েছে প্রশাসন।

তবে করোনার এই বাড়বাড়ন্ত থেকেই টিকার দুটি ডোজ নেওয়ার পরও বহু দেশে চালু হয়েছে করোনার বুস্টার ডোজ প্রদান। আমাদের দেশেও এই করোনার বুস্টার ডোজ নিয়ে বেশ কয়েকদিন আলোচনা চলছিল। তবে এবিষয়ে মুখ খুললেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের প্রধান ডাঃ বলরাম ভার্গভ। সাফ জানিয়ে দিলেন এখনই দেশে করোনার বুস্টার ডোজ নয়। তিনি এপ্রসঙ্গে জানালেন, করোনার বিরুদ্ধে বুস্টার ডোজ যে আবশ্যক, তার এখনও অবধি কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ মেলেনি।

- Advertisement -

আরও পড়ুন-Fraud Case: শোধ হয়নি ব্যাঙ্কের ঋণ, ফের এক সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত

বুস্টার ডোজ যে আবশ্যক সেই বিষয়ে আইসিএমআর প্রধান বললেন, “দেশের সকল প্রাপ্তবয়স্কদের টিকার অন্তর্ভুক্ত করা। এর পাশাপাশি বিশ্বব্যাপি সকলের টিকার বন্দোবস্ত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি পরিসংখ্যান তথ্য অনুযায়ী, এখনও অবধি দেশের ৮২ শতাংশ ভারতীয় টিকার প্রথম ডোজ পেয়েছেন। এর পাশাপাশি ৪৩ শতাংশ দুটি ডোজই পেয়ে গিয়েছেন। একইসঙ্গে এখনও অবধি দেশে মোট ১১৭ কোটি করোনা টিকা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে শেষের দিকে বুস্টার ডোজ ও শিশুদের টিকাকরণের বিষয়ে বৈঠকে বসতে চলেছে ন্যাশানাল টেকনিক্যাল অ্যাডভিসরি গ্রুপ অন ইমুইনাইজেশন। সেই বৈঠকের আগেই এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।