বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই: অভিষেক

0
39
Abhisekh Banerjee

মুর্শিদাবাদ: ভোট প্রচারে গিয়ে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এক্কেবারে ছড়া কেটে সিবিআই, ইডি এবং বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন অভিষেক৷ বললেন, ‘‘বিজেপির দুই ভাই, ইডি আর সিবিআই!’’

আরও পড়ুন: ১১ বছরের দিদি-জমানা: বাংলায় কিসের চাকরি হয়েছে, খোলামেলা জানালেন শুভেন্দু

- Advertisement -

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপ নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হওয়ার কথা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে৷ বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন অভিষেক৷ সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ তীব্রতর করে অভিষেক বলেন, ‘‘গোটা দেশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে৷ তাই ওরা ভয় পেয়ে গিয়েছে সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে৷ তবে এসব করে লাভ হবে না৷’’

আরও পড়ুন:  সমালোচকদের জবাব দিতে এবার নচিকেতা থেকে রবীন্দ্রনাথের তুলনা টানলেন মদন মিত্র

ভবানীপুর সহ তিনটি কেন্দ্রেই তৃণমূল জিতবে জানিয়ে অভিষেক মনে করিয়ে দিয়েছেন, ‘‘ভোটের সময় অনেক কুৎসা হয়েছিল৷ টাকা ওড়ানো হয়েছিল৷ কিন্তু দিদি ভাঙা পা নিয়ে ২১৩ টি আসন জিতেছেন৷ বাংলা দিদিতেই আস্থা রেখেছে৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের পাশে থাকেন৷ বহিরাগতদের মতো ভোট এলেই আসেন না৷’’

ইতিমধ্যে বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে৷ ফের লক্ষ্মীবারের সকালে দলের দাপুটে নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন, ‘‘বিজেপির আরও এক বড় নেতা তৃণমূলে আসতে চলেছেন৷’’ ইতিমধ্যে শুরু হওয়া সেই জল্পনাকে এদিন আরও চড়িয়েছেন অভিষেক৷ বলেছেন, ‘‘টিএমসি এমনভাবে টেকআপ করছে যে সত্যি ওদের (বিজেপির) রাতের ঘুম উড়েছে৷’’

ভোট প্রসঙ্গেই টেনে এনেছেন জনপ্রিয় ‘খেলা হবে’ প্রসঙ্গ৷ বলেছেন, ‘‘আগেই বলেছিলাম, ভোটের পরও খেলা হবে৷ ইতিমধ্যে ত্রিপুরা, অসমে খেলা শুরু হয়ে গিয়েছে৷ দেখতে থাকুন৷ আরও খেলা হবে৷’’ তবে কি সেই ‘খেলা’ তা অবশ্য এদিন খোলসা করেননি তৃণমূলের যুবরাজ৷