সমালোচকদের জবাব দিতে এবার নচিকেতা থেকে রবীন্দ্রনাথের তুলনা টানলেন মদন মিত্র

0
64

সুমন বটব্যাল, কলকাতা: তিনি মদন মিত্র৷ ইদানিং নিজেকে ‘কালার ফুল বয়’ (বেশি কালার ফুল নয়) হিসেবেই বেশি পরিচয় দিয়ে থাকেন৷

আরও পড়ুন: নাগাড়ে বক্সিং করে চলেছেন, কাকে মারতে চান মদন মিত্র

- Advertisement -

সোজা কথা সোজা ভাবে বলতে অভ্যস্ত কামারহাটির বিধায়ক বারে বারে স্পষ্ট করেছেন যে তিনি বিতর্ককে ভয় পান না৷ লক্ষ্মীবারের দুপুরে ফের সোশ্যাল সাইটে বিস্ফোরণ ঘটালেন৷ বললেন, ‘‘নচিকেতাকে নিয়েও ট্রোল হয়েছে৷ অনেকে বলেছেন নচিকেতা গান গায় না, বক্তৃতা করেন। এমনকি রবিঠাকুরকে নিয়েও হয়েছে।’’

আরও পড়ুন: ‘ভবানীপুর টু কামারহাটি,দিদির হাত ধরে সামনে হাঁটি’, এবার র‍্যাপ গেয়ে প্রচার মদনের

‘আঙুর ফল টক’, ‘দেখলে হবে খরচা আছে’ উপমা টেনে দাবি করেছেন, ‘‘আমার ভিডিও অ্যালবাম নিয়ে অনেকে ট্রোল করছেন, অনেকে মিমি করছেন। তাঁদের বলি, এসবে আমার কিস্যু আসে যায় না৷’’ মনে করিয়ে দিয়েছেন, বাসের পিছনে থাকা সেই লেখাটার কথাও, ‘‘দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি৷’’

রাজনীতি মানেই কাটখোট্টা৷ প্রচলিত এই ধারণাটাকেই ভেঙে দিয়েছেন কামারহাটির বিধায়ক৷ সম্প্রতি তিনি একটি ভিডিও অ্যালবাম সামনে এনেছেন৷ যাতে দেখা গিয়েছে গায়ক মদনকে ঘিরে রয়েছেন একাধিক সুন্দরী৷ ‘জাগো, মা তুমি জাগো’, ‘ও লাভলি’, ‘ইন্ডিয়া ওনা হ্যাভ অ্যা বেটিয়া’ দিয়ে শুরু হওয়া গানের কথাতে রাজনীতির নিখাদ প্রসঙ্গ উঠে এলেও সেখানে কোথাও নেই নীরস বিষয়টা৷ বরং বর্ণময় এই রাজনীতিকের দৌলতে পলিটিক্স আর এন্টারটেনমেন্ট কার্যত ভেঙেচুরে একাকার হয়ে গিয়েছে বলেই অভিমত ওয়াকিবহাল মহলের৷

লক্ষ্মীবারের ভর দুপুরে নিজের সেই ভিডিও অ্যালবাম ( পড়ুন- র‍্যাপ) নিয়েই ফেসবুক লাইভে সোচ্চার হয়েছেন ‘এমএম’৷ বলেছেন, ‘‘আমার ভিডিও অ্যালবাম নিয়ে অনেকে ট্রোল করছেন, অনেকে মিম করছেন, এমনকি আমার সঙ্গে যে খুবই অল্প বয়সী একজন ভদ্র মহিলা, বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন সেই মানসী সেনগুপ্তকে নিয়েও ট্রোল করা হচ্ছে৷’’

এরপরই নিজস্ব স্টাইলে হাত পা নেড়ে মিত্র সাহেব বোমা ফাটিয়েছেন, ‘‘এখনও অবধি আমি খুব কম করে হলেও কমপক্ষে দেড় লক্ষ রিকোয়েস্ট পেয়েছি যে তাঁরা যেন আমার নেক্সট ভিডিওয় জায়গা পান!’’ -‘‘ভেরি আনফরচুনেট, অ্যান্ড দিস ইস কলকাতা’’ জানিয়ে মদন বলেছেন, ‘‘আসলে কলকাতা এত হাই প্রোফাইল ছিল, শিক্ষিত লোকেদের জায়গা, সেটা যে অ্যাতো চ্যংড়া ছ্যাবলাদের হয়ে গিয়েছে ভাবা যায় না৷’’ সরাসরি বলেছেন, ‘‘যাদের পছন্দ হবেন না, তাঁরা দেখবেন না৷ কিন্তু জেনে রাখুন এবারের পুজোয় ওটাই হাইয়েস্ট ট্রেন্ডিংয়ে যাবে৷’’

এই প্রসঙ্গেই তাঁর ভাইরাল হয়ে যাওয়া ‘ও লাভলি’ প্রসঙ্গটি টেনে এনেছেন মিত্র সাহেব৷ ‘কালারফুল বয়ে’র মুখে শোনা গিয়েছে, ‘‘ও লাভলি যখন বেরিয়েছিল তখন কে জানতো এভাবে ভাইরাল হয়ে যাবে৷ এখন সারা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবী জুড়ে ছড়িয়ে গিয়েছে ও লাভলি৷ দেখবেন ইন্ডিয়া ওনা হ্যাভ অ্যা বেটিয়াও হাইয়েস্ট ট্রেন্ডিংয়ে যাবে৷’’
বাকি কথা? মদন বলছেন, ‘‘বলব, তবে ৩০ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পর্ব মিটে যাক৷ তারপর সব প্রশ্নের উত্তর দেব৷’’ এখানেও সাসপেন্স! এরই নাম MM- বলছেন অনুগামীরা৷